আসসালামু আলাইকুম শায়েখ
(১) কেউ যদি প্রেমিকের সাথে পালায় যেতে চায় কিন্তু শেষ পর্যন্ত না পালায়। কিন্তু পালাবো বা চলো না পালায় যাই এসব বললে প্রেমিক যদি বলে আচ্ছা,ওকে চলো পালায় যাই, সবার সাথে শেষবার দেখা করে আসো তখন প্রেমিকা বলে ওকে বা আচ্ছা ( সবার সাথে শেষবার দেখা করে আসো এটা বলে নাই। এখন মনে হচ্ছে এটা ওয়াসওয়াসা। তারপরও এই কথার উত্তর দিবেন প্লিজ)। ইজাব কবুলের শব্দ? এতে কি ইজাব কবুল হয়? কিন্তু শেষ পর্যন্ত তারা পালায় নাই। (এমন কথা বলা হইছিল কি না শিওর না। ওয়াসওয়াসা মনে হয়। তবে মেয়েটা জামা কাপড় ব্যাগে করে নিয়ে গেছিল ছেলেটা সামসামনি বলছিল সে কখনোই পালিয়ে বিয়ে করবে না। তার পক্ষে বিয়ে করা সম্ভব না। এটা শিওর।)
(2) পালিয়ে বিয়ে করবো আচ্ছা বা ওকে বললো কিছু হবে? ( এটা ওয়াসওয়াসা মনে হচ্ছে। কারণ ঠান্ডা মাথায় চিন্তা করলে বিয়ে করবো শব্দটা উচ্চারণ করা হয় নাই মনে হচ্ছে।।)
(3) প্রেমিক যদি বলে অমুককে বিয়েতে সাক্ষী রাখবো। কিন্তু সেই লোকগুলো জানতো না এই কথা। প্রেমিক তাদের বলে নাই সাক্ষী হওয়ার কথা। কিন্তু ঐ লোক গুলোর সামনে প্রেমিকা যদি বলে আপনাদের বিয়েতে সাক্ষী রাখতে চাইছিল এবং প্রেমিক যদি চুপ থাকে বা হ্যা বলে বা ঐ সাক্ষী রা হ্যা বলে বা চুপ থাকে এতে কি ইজাব কবুল বা বিয়ে সাদী হয়? বিয়ে করলাম কবুল এমন কিছু বলা হয় নাই। ( প্রথমে এমন কিছু হইছিল কিনা মনে হচ্ছিল। কিন্তু এখন পুরোপুরি শিওর এমন কোন কিছু হয় নাই। পুরোটাই ওয়াসওয়াসা। এমন কিছুই হয় নাই। তারপরও প্রশ্ন টা করলাম দয়া করে উত্তর দিবেন এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হইছে। এমন প্রশ্ন যা ওয়াসওয়াসা এবং পরে শিওর হয় যে এমন কিছু হয় নাই। এগুলো প্রশ্নের দ্বারা কি আমার বৈবাহিক জীবনে কোন সম্যসা হবে?)
(৩) একটা বিষয় এখন আমার মনে পড়ছে শিওর যে আমি ঐ ছেলেকে আগের থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বলছিলাম না। আমি নিজে থেকে জামা কাপড় নিয়ে গেছিলাম আর ঐ ছেলে বলছিল সে পালায় বিয়ে করতে চায় না। তারপরও প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। এই কমেন্ট টা এই লিংকে
https://ifatwa.info/57140/ করেছিলাম তখন সম্মানিত শায়েখ উত্তর দিয়েছেন কে পালিয়ে যাওয়ার কথা বলছে আর কে বলছে না? এদ্বারা উত্তরে কোনো পরিবর্তন আসবে না। এর মানে হচ্ছে প্রশ্নের উত্তর অনুযায়ী কোন ইজাব কবুল বা বিয়ে হয়নি তাইতো শায়েখ? আমার ওয়াসওয়াসা আসে যা আমি বুঝতে পারি না তা নিয়ে।
(৪) আমি অনেক ভাবছি এই বিষয় নিয়ে তখন আমার মনে পড়ছে যে আমি একটা ওড়না ব্যাগে করে নিছিলাম শাড়ি পড়ছিলাম তাই। তাই ঐ ছেলে ভাবছিল হয়তো পালিয়ে যেতে চাই ওর সাথে কিন্তু আমি কিছু বলি নাই। সেই ছেলে নিজে থেকে বলছিল ও কখনো পালিয়ে বিয়ে করবে না। আর উপরোক্ত প্রশ্ন গুলো ওয়াসওয়াসা থেকে করা দয়া করে উত্তর দিবেন।