ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ব্যবহৃত পুরাতন কাপড় বা জুতা কাউকে দান করলে সেখান থেকে জীন-জাদুতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভবনা নাই।
(২) মানবতার দেয়ালে, ব্যবহৃত পুরাতন কাপড় বা জুতা রাখলে সেখান থেকে জীন-জাদুতে আক্রান্ত হওয়ারও কোনো সম্ভবনা নাই।
(৩) কেউ জীন-জাদুতে আক্রান্ত হলে মস্তিস্ক কাজ করবে না। কোনো মুদাব্বির আলেমের শরণাপন্ন হতে হবে।মুদাব্বির অর্থ ঐ আলেম যিনি কুরআন সুন্নাহ দ্বারা জ্বীন জাদুর সমস্যার সমাধানের চেষ্টা করেন।
(৪) ব্যক্তি নিজে নিজে বুঝতে পারবে না। কেননা তার কাছে সবকিছুই স্বাভাবিক মনে হবে।
(৫) এভাবে কাপড়কে ফেলে দিতে পারবেন। এতেকরে জ্বীন জাদুতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
(৬) যেকোন অধোয়া ব্যবহৃত কাপড় দানে জীন-জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না।তবে কাউকে দিলে অবশ্যই ধৌত করে দিবেন।
(৭) ব্যবহৃত পুরাতন ধোয়া কাপড় দানে জীন-জাদুতে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই।সুতরাং অনায়াসে দান করতে পারবেন।