ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মূলত বিধান হল, কেউ হাচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেই কেবল তার জবাবে ইয়ারহামুকআল্লাহ বলা হবে। তবে যদি কেউ আলহামদুলিল্লাহ না বলে, তারপরও উচিত ইয়ারহামুকআল্লাহ বলে তার জন্য দু'আ করে দেয়া। আল্লাহ-ই ভালো জানেন।
(২) কোনো কারণে এশার ফরজ নামাজ না পড়ে শুধু তারাবি পড়লে হবে না।বরং এশা পড়েই তারাবিহ পড়তে হবে।
(৩) কোনো কাগজে আরবি লেখা থাকলে,শুধুমাত্র সেটাতে পা লাগলেই গোনাহ হবে যে এমন নয়।বরং কোরআনের কোনো আয়াত থাকলেই কেবল গোনাহ হবে। তবে অনিচ্ছাকৃত হলে কোনো গোনাহ হবে না।
(৪) বিতর নামাজের পর তারাবি পড়া যাবে।
(৫) Meditation করা জায়েজ হবে না।
(৬) আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক।মুহতারাম আমরা এই বিষয়ে কোনো সাহায্য করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।