১. একজন আলেমকে একবার বলতে শুনেছিলাম, আল্লাহ আগে থেকেই জানতেন ওই সময় আমরা কি করবো তাই তিনি তা লিখে রেখেছন" বিষয় টা খানিক এমন বুঝাতে চাচ্ছেন হয়তো, ""যে আমরা যা করি তার সাথে ওই লেখা অর্তাত তকদীরের সাথে মিলে।সেখানে লেখার জন্য আমরা এমন করছি তা না বরং আমরা যা করছি তা আগে থেকে জানেন হিসাবে ওই খানে তা লেখা"
এরকম ব্যাখা করলে কি ইমানে সমস্যা হবে?
২. নাস্তিক দের দেওয়া জবাবে অনেক উপরুক্ত ব্যাখা ইউজ করতে শুনা যায়, এটা শুনেছি আগেও, পরে তা আমি হৃদয়ে ধারন রে প্রচার করেছি কি না মন করতে পারছিনা। একবার মনে হয়, এই ব্যাখা সঠিক ভেবে গ্রহন করেছিলাম আরেকবার মনে হচ্ছে বিষয়টা তা না...এটা জেনে রেখেছিলাম শুধু যে এভাবে অনেকে ব্যাখা করেন।
এর ফলে কি আমার ইমানে সমস্যা হবে?
৩. আমার বউ বলেছিলো " যেটা এক বছর পর হওয়ার লাগি আল্লাহ লেইক্কা রাখছইন, ইটা ত এখনি পাইতায়না" এটা দেখে আমার ওই প্রথম ব্যাখাটা মাথায় আসে, ভাবলাম ওইটা সঠিক হলে কি এভাবে বলায় সমস্যা আছে, পরে আরো মনে হলো এভাবে তো বলেই আসছি সমস্যা থাকার কথা না। পরে ভাবনা টা কিছু সময় পরপর মাথায় আসছিলো, পরে এটা জেনে নেবো ভেবে ভাবনা টা বাদ দেই। এর ফলে কি কুফর হবে?
৪. আমার একটা স্টুডেন্ট একটা কথা বলে এটা কুফরী হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ হয়,তাকে তখন কলিমা শাহাদাত পড়াই নাই। রাতে মনে হলো,তখন মন হলো যে তাকে এখনই ফোন করে এটা জানাতে হবে এবং কলিমা পাঠ করাতে হবে। পরে ফোন দিয়ে কি বলে বলবো তা ভেবে, মনে আসে কালকে মাদরাসায় গেলে তাকে বলবো।এই লেট করে বলার নিয়ত রাখায় কি কুফর হবে?এতে কি কুফরে সন্তুষ্ট বুঝায়?
৫. অটোম্যানদের বিভিন্ন টিভি সিরিজে দেখতাম এরা শাহী কাওকে দেকলে মাথা পিঠ নিচু করে সম্মান দেখাতো। আমি মাঝে মাঝে রুকুতে যাওয়ার সময় তাদের ওই সম্মান দেখানোর সময় মাথা পিঠ যেভাবে নিচহ করতো সেবাবে নিচু করে রুকুতে যেতাম, এতে কি কুফর হতে পারে?
৬. আমি হোস্টেলে থাকি, বাড়ি যেতে ৪+ ঘন্টা সময় লাগে। রোজার সময় রোজা রেখেই আসা যাওয়া করি। এবার খুব গরম ওয়েদার পরেছে। আমি জানতে চাই, আমি যদি বাড়ির উদ্দেশ্যে বাসে উঠি,তবে বাড়ির এলাকায় পৌছানোর আগে কি সফরে আছি গণ্য করে রোজা ভঙ্গ করতে পারবো?
৭. রাস্তার কুকুর-বিড়াল এদের চিকিৎসার পিছনে বা চেনাশোনা বিড়ালের খাওয়ানো পিছনে, হারাম টাকা ইউজ করা যাবে? যেমন না বুঝে কারো হক নষ্ট করেছি/হারাম হাদিয়া নিয়েছি/ব্যাংকের লাভ পেয়ছি সেই টাকা সদকা করা লাগবে এটা এদের পিছনে খরচা করলাম..এটা কি করা যায়?
৮. আস্তাকফিরুল্লাহ এর অর্থ জানার পর কেও মজা করে এই বাক্য পড়লে কি কুফর হবে?
৯. অনেক বাক্য কুফরি এটা জানার পর কেও যদি ভাবে এটা আমার পরিবারকে জানিয়ে কি হবে?তারা না জানালে যদি বলেও দেয়,ওজর ফিল জাহালাতের জন্য তারা কাফের হবে না,আর জেনে ফেল্লে যদি বলে দেয় তাহলে তো তাদের সমস্যা হবে। এটা ভেবে কুফরি কাজ বা কথার সাথে পরিচয় করাতে দেরী করে বা না বলে তাদের এই সম্পর্কে। এতে কি সেই ব্যক্তি কাফের হয়ে যাবে?
১০. কোনো স্বামী যদি তার লিঙ্গ তার বউ এর মুখে না দেওয়ার (প্রবেশ করানোর) ওয়াদা করে ফেলে এতে কি ইলা হবে?
১১. বিবহের প্রায় দুই বছর হয়, আমরা যতো টাকা দেনমোহর নির্ধারন করে বিয়ে করি তার সম্পূর্ণটাই এখনো বাকি, স্ত্রী ও চাচ্ছে না তাই আমিও দিচ্ছি না,এর ফলে কি বিবাহে সমস্যা হবে?