আসসালামু আলাইকুম।
১-ইতিকাফ অবস্থায় মোবাইল টাইম & এলার্মের জন্য অবশ্যই লাগবে।মুসহাফ থেকে তিলাওয়াত করলেও মোবাইল থেকেও তিলাওয়াত করি। কিংবা অন্য কোন কারনে,তাফসির দেখার জন্য মোবাইল দেখি,এতে কি ইতিকাফের সমস্যা হবে?
২-ইতিকাফের রুমেই ৪-৫ কদম হেটে মোবাইল চার্জে দিতে হবে এতে কি ইতিকাফ নষ্ট হয়ে যাবে?
৩-কথা বলার উদ্দেশ্য না,আম্মুকে সেহেরিতে ডেকে দেওয়ার উদ্দেশ্য কি কল দিতে পারবো এই অবস্থায়?
৪-যেহেতু ঘরেই ইতিকাফ,রুমে আম্মুদের আসা যাওয়া থাকবে,উনারা যদি টুকটাক কোন কথা বলেন আমার সাথে এতে কি আমার ইতিকাফ নষ্ট হয়ে যাবে?
৫-ইতিকাফ অবস্থায় বিকাশে গিয়ে সাদাকা করা যাবে?যাতে প্রতিদিনের সাদাকা থেকে বঞ্চিত না হয়।