ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
দুনিয়াবী সবকিছুকে পরিত্যাগ করে আখেরাতের বিষয় নিয়ে ব্যস্ত থাকাই ইতিকাফের মূল কাজ। তবে দুনিয়াবী কাজে মগ্ন হলে ইতিকাফ ফাসিদ হবে না।
যদি আপনার পরীক্ষা সন্নিকটে হয়, তাহলে আপনি ইতিকাফে বসে দুনিয়াবী পড়াশোনা করতে পারবেন।এতেকরে ইতিকাফ নষ্ট হবে না।
الھندیۃ: (212/1، ط رشیدیہ)
ویلازم التلاوۃ والحدیث والعلم وتدریسہ وسیر النبی ﷺ والانبیاء علیھم السلام وأخبار الصالحین وکتابۃ امور الدین کذا فی فتح القدیر ولا بأس أن یتحدث بمالا إثم فیہ۔
(২)
আপনার ইতিকাফ রুমে এসে আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে ইফতার করতে পারবে।
(৩)
আপনি ইতিকাফের রুমে বসে বাইরের কাউকে ডেকে কিছু চাইতে পারলেও না ডাকাই উত্তম। সেহেরিতে ডেকে দিতে পারবেন। ইতিকাফ স্থল থেকে বিনা জরুরতে বের হলেই কেবল ইতিকাফ ফাসিদ হবে।
(৪)
ইতিকাফে থাকা অবস্থায় ফরয গোসল করতে পারবেন।তবে সাধারণত ঠান্ডার জন্য যে গোসল করা হয়ে থাকে, সেরকম গোসল করতে পারবেন না। অবাঞ্চিত লোম কাটা যাবে।কেননা এটা শরয়ী জরুরত।
(৫)
ইতিকাফে থাকা অবস্থায় নানুর সাথে কথা বলার দ্বারা যদিও ইতিকাফ ফাসিদ হচ্ছে না, তথাপি এভাবে কথা না বলাই সর্বোত্তম।যেহেতু আখেরাতমুখী কথাবার্তা বলেছেন, তাই এদ্বারা আপনার সওয়াবে কোনো ঘাটতি হবে না, ইনশা'আল্লাহ।
(৬)
ইতিকাফের রুমে আপনার সাথে কেউ থাকলে, আপনি যদি তাকে কম্বল বা কিছু এগিয়ে দেনন, তাহলে এতেকরে ইতিকাফ ভঙ্গ হবে না।
(৭)
না, ধৌত করা যাবে না।তবে যদি ইতিকাফ স্থলে এনে ধৌত করেন, তাহলে ইতিকাফ ফাসিদ হবে না।নতুবা ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।