আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমার জনাব(জাওয) হঠাৎ বলে ফেলেন,অমুক কাজ করলে ডিভোর্স। তো, সেরকম কিছু করেছি,যদিও শর্ত পুরা করেনি বলে জাওয বলেন। কিন্তু সন্দেহ রয়েছে আমার,তা দূর করার জন্য আমার বাবার বাসায় বাবা আর ভাই এর সামনে কিভাবে বিয়ের ইজাব কবুল করা যায়? মানে পুনরায় বিয়ে করে নিতে চাচ্ছি সন্দেহ দূর করতে। কিভাবে কি বলতে হবে? আমার জাওয যদি শুধু এটুকু বলেন,"আমি আবিদাকে বিয়ে করলাম। কবুল।" আর আমি এরপর যদি "আমি এতে সম্মত। কবুল।" এটুকু বলি। দুইজনের এইটুকু কথায় হবে?যদি বাবা ভাই দুজন সামনে থাকে। একটু জানাবেন মিন ফাদ্বলিক কিভাবে বলা যায়,আমার জাওয এটা একটুও মানছেন না,জোর করে রাজি যদি করাতে পারি,তাহলে সম্ভব। তাই বাসাতে শর্টে কিছু বলে বিয়ে হবে নাকি জানতে চাচ্ছি।