বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কিছু তালাকের ক্ষেত্রে তালাকের অধিকার দেয়ার পর আবার ফিরিয়ে নেয়া যাবে।আর কিছু ক্ষেত্রে তালাকের অধিকার দেয়ার পর আর ফিরিয়ে নেয়া যাবে না।যদি কেউ এমনিতেই তালাকে অধিকার দেয়,তাহলে সেটা মজলিস তথা বৈঠক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।কিন্তু যদি কেউ বলে,যখনই তুমি তালাক চাইবে,তখনই তুমি তালাক দিতে পারবে,তাহলে সেটা মজলিসের উপর সীমাবদ্ধ থাকবে না।বরং যে কোনো সময়ই তালাক দেয়া যাবে।
وَإِنْ قَالَ لَهَا: طَلِّقِي نَفْسَكِ مَتَى شِئْتِ فَلَهَا أَنْ تُطَلِّقَ فِي الْمَجْلِسِ وَبَعْدَهُ وَلَهَا الْمَشِيئَةُ مَرَّةً وَاحِدَةً وَكَذَا قَوْلُهُ: مَتَى مَا شِئْتِ وَإِذَا مَا شِئْتِ وَلَوْ قَالَ: كُلَّمَا شِئْتِ كَانَ ذَلِكَ لَهَا أَبَدًا حَتَّى يَقَعَ ثَلَاثًا كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ.
যদি স্বামী তার স্ত্রীকে বলে,তুমি যখন চাইবে তখন তুমি নিজেকে তালাক দিতে পারবে,তখন স্ত্রী তার নিজেকে মজলিসের ভিতর এবং মজলিসের বাহিরে উভয় অবস্থায় তালাক দিতে পারবে।এবং মহিলা শুধুমাত্র একবারই তালাক দিতে পারবে।কিন্তু যদি স্বামী তার স্ত্রীকে বলে,যখনই তুমি চাইবে,তখন তুমি নিজেকে তালাক দিতে পারবে,তাহলে স্ত্রী নিজেকে তিন তালাক পর্যন্ত দিতে পারবে।এবং এ তালাক সর্বদাই স্ত্রী দিতে পারবে।(আস-সিরাজুল ওয়াহহাজ)
(ফাতাওয়ায়ে হিন্দিয়া।১/৪০৩)
যদি কেউ শর্তে সাথে তালাককে সম্পর্কযুক্ত করে,তাহলে সেই তালাক থেকে মুখ ফিরানো অসম্ভব।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি কমেন্টে পরিস্কার করে মূল আলোচনাটা লিখবেন।তখন উত্তর লিখি সহজ হবে।