আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
953 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
reopened by
আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছিলাম। কিন্তু সে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারত না বলে, আমি তার থেকে তালাকের অধিকার ফিরিয়ে নিয়েছিলাম৷ এখন সেই৷ ফিরিয়ে নেওয়াটা কি শরিয়াতসম্মত ছিল?

বিস্তারিত..........

আমি যখন তালাকের অধিকার দিয়েছিলাম, তখন আমার স্ত্রী যখন চাবে, তখন আমাকে তালাক দিতে পারবে এ মর্মে দিয়েছিলাম। কিন্তু সে রাগের বশে তালাক দিতে পারে চিন্তা করে আমি পরবর্তীতে অধিকার ফিরিয়ে নিয়েছিলাম। অধিকার ফিরিয়ে নেওয়ার আগে সে তালাক দেয় নি। উল্লেখ্য, অধিকারটি কোনো শর্তের সাথে সম্পৃক্ত ছিল না।

1 Answer

0 votes
by (712,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাফবীযে তালাক তথা স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার পর আর ফিরিয়ে নেওয়া যাবে না। তথা স্বামী আর সেই অধিকারকে ফিরিয়ে নিতে পারবে না। তবে কাউকে তালাকের উকিল বানানো হলে তাকে সেই দায়িত্ব থেকে বরখাস্ত করা যাবে।

الدر المختار شرح تنوير الأبصار  (3 / 332):
"(ولايملك ) الزوج (الرجوع عنه) أي عن التفويض بأنواعه الثلاثة لما فيه من معنى التعليق". فقط واللہ اعلم

وف البحر الرائق 
(قوله: ولا يملك الرجوع) أي ولا يملك الزوج  الرجوع عن التفويض سواء كان لفظ التخيير أو بالأمر باليد أو طلقي نفسك لما قدمنا أنه يتم بالملك وحده من غير توقف على قبول وأنه تمليك فيه معنى التعليق فباعتبار التمليك تقييد بالمجلس باعتبار التعليق لم يصح الرجوع عنه ولا عزلها ولا نهيها، وفي جامع الفصولين، والخانية لو صرح بوكالتها فقال: وكلتك في طلاقك كان تمليكا كقوله طلقي نفسك اهـ. 
بناء على أن الوكيل من يعمل لغيره وهذه عاملة لنفسها حتى لو فوض إليها طلاق ضرتها أو فوض أجنبي لها طلاق زوجته كان توكيلا فملك الرجوع منه لكونها عاملة لغيرها ولا يقتصر على المجلس، (البحرالرائق ٣/٣٥٣)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
আমি যখন তালাকের অধিকার দিয়েছিলাম, তখন আমার স্ত্রী যখন চাবে, তখন আমাকে তালাক দিতে পারবে এ মর্মে দিয়েছিলাম। কিন্তু সে রাগের বশে তালাক দিতে পারে চিন্তা করে আমি পরবর্তীতে অধিকার ফিরিয়ে নিয়েছিলাম। অধিকার ফিরিয়ে নেওয়ার আগে সে তালাক দেয় নি। উল্লেখ্য, অধিকারটি কোনো শর্তের সাথে সম্পৃক্ত ছিল না।
by (712,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...