আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছিলাম। কিন্তু সে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারত না বলে, আমি তার থেকে তালাকের অধিকার ফিরিয়ে নিয়েছিলাম৷ এখন সেই৷ ফিরিয়ে নেওয়াটা কি শরিয়াতসম্মত ছিল?
বিস্তারিত..........
আমি যখন তালাকের অধিকার দিয়েছিলাম, তখন আমার স্ত্রী যখন চাবে, তখন আমাকে তালাক দিতে পারবে এ মর্মে দিয়েছিলাম। কিন্তু সে রাগের বশে তালাক দিতে পারে চিন্তা করে আমি পরবর্তীতে অধিকার ফিরিয়ে নিয়েছিলাম। অধিকার ফিরিয়ে নেওয়ার আগে সে তালাক দেয় নি। উল্লেখ্য, অধিকারটি কোনো শর্তের সাথে সম্পৃক্ত ছিল না।