আসসালামু আ'লাইকুম উস্তাদ,
বিয়ের বিষয়ে দুআ করার পর একটা বায়োডাটা সামনে আসে, পাত্রের সাথে সকল কিছু মিলে যায়, পারিবারিক কুফুও মিলে, তাই এই সম্বন্ধে ইস্তেখারা করি এবং দুআও করি। প্রতিবার পজিটিভ অনুভতি হয় এবং নেগেটিভ কিছুই পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ।
কিন্ত পাত্রপক্ষদের প্রস্তাব দেয়ার পরে তারা আগাতে চাচ্ছেনা বলে জানায়। এখন, মানা হয়ে যাওয়ার পরেও অন্তরে এই সমন্ধ নিয়ে পজিটিভ ভাবনা আসছে প্রচুর। আমি জানি নিশ্চয়ই আল্লাহ কল্যাণ রেখেছেন বলেই এটা মানা হয়েছে আলহামদুলিল্লাহ । কিন্ত আমি যখন দুআ করি তখনও ইস্তেখারার কল্যান এর দুআ এই সম্বন্ধের ব্যাপারেই বার বার এসে যাচ্ছে। একটু কঠিন পরিস্থিতি তে পরে গেসি, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ, কিন্ত আমার অন্তরের অবস্থাও অন্যরকম। দুআ করে যাচ্ছি আল্লাহ যেভাবে কল্যান লিখে রেখেছেন তাই হবে।
প্রশ্ন: যেটা মানা হয়ে গিয়েছে সেই ব্যাপারে কি ইস্তেখারা করার দরকার আছে যদিও আমি পজিটিভই দেখছি আর অনুভব করছি। কিন্ত তারা তো না করে দিয়েছেন, তাই এই ব্যাপারে দুয়া করাও কি ঠিক হবে?
উত্তর প্রদান করলে উপকৃত হতাম।
জাযাকাল্লাহু খইর