ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি কোনো ব্যক্তির নির্দিষ্ট কাউকে বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে তাবিজ করে বশ করে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের দিকে মন ঘুরানো জায়েয হবে না।
(২)
এটা সত্য নয়। তবে হ্যা, জ্বীনকে ব্যবহার করা যায়, এবং ফিরিয়েও আনা যায়, তবে এভাবে জ্বীনকে ব্যবহার করা জায়েয হবে না।
(৩)
প্রাক্তন প্রেমিকের জন্য তার প্রমিকাকে ফিরিয়ে আনা কখনো জায়েয হবে না।
(৪)
মা বাবা সন্তানকে যদি প্রেম ঘটিত বিষয় থেকে সরিয়ে আনতে তাবিজ করে,তাহলে সেটা কতটুকু কার্যকর হবে? তা আল্লাহই ভালো জানেন। এভাবে না করে বরং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
(৫)
এভাবে কাউকে বশে নিয়ে আসার জন্য তাবিজ করা জায়েয হবে না।
(৬)
কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে জিন দিয়ে বশে আনাটাও জায়েয হবে না।
(৭)
আপনাকে জ্বীন দ্বারা বশ করা কখনো জায়েয হবে না।
(৮)
এই যে বান্দার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কিছু করতে বাধ্য করা,তার উপর জিন লেলিয়ে দেয়া, এগুলো জায়েয হবে না।
(৯)
যার উপর এই তদবির কিংবা জাদু / কুফরি করা হয়েছে, সে যদি মাফ না করে,তাহলে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করবেন না।