আসসালামু আলায়কুম।
কুরআন ও হাদিসে বহুত দোয়া রয়েছে। সেই সাথে অনেক আরবি দোয়াও আছে । কিন্তু এত দোয়া একসাথে মুখস্ত রাখা সম্ভব হয় না। অনেক নতুন নতুন দোয়া সামনে আসে যা হয়তো রামাদানে করা জরুরী কিন্তু আরো নিত্যদিনের দুয়ার মাঝে সব দোয়া মুখস্ত করা হয়ে ওঠে না। এমতাবস্থায় আমি কি মুখস্ত দোয়া আর বাংলায় নিজের দোয়া করার পাশাপাশি লেখা দেখে দেখে আরবি দোয়াগুলা পড়তে পারব? এভাবে কি আমার দোয়া শুদ্ধ ভাবে আল্লাহর দরবারে কে কবুল হবে?