আসসালামু আলাইকুম শায়েখ,
আমার মারাত্তক আকারের ওসিডি বা ওয়াসওয়াসা আছে। ঈমান ও তালাক নিয়ে সব সময় মনে সন্দেহ আসতে থাকে। তালকের ওয়াসওয়াসা মন থেকে সরাতে পারি না।
(১) সাধারনভাবে আমার স্ত্রী যদি অভিমান করে কিছুদিন বাড়িতে থেকে আসবে এই উদ্দেশ্য নিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো বলে, তাহলে আমি ডাইরেক্ট 'যাও' বলতে পারি না। কারন,আমার মনে হয় আমার স্ত্রী একেবারে আমার বাসা ছেড়ে চলে যেতে চাইছে। তাই কেনায়া শব্দ হয়ে যাবে বলে ভয়ে 'যাও' বলতে পারি না। তাই আমার স্ত্রী বাসায় চলে যাবে বলার পর আমি বলি যে, এখন যাওয়া যাবে না। ঈদের পর আমার সাথে যাবা, যেয়ে ৩ দিন থাকবা। তারপর ৩ দিন পর আমি যেয়ে নিয়ে আসবো। এভাবে বিস্তারিত বলতে হয়। নাহলে আমার কেনায়া শব্দ হয়ে যাবে বলে ভয় লাগে।
গত কয়েকদিন আগে আমার স্ত্রীর সাথে আমার গন্ডোগোল হয়েছে। আমি আমার স্ত্রী গায়ে হাত তুলেছি। সেসময় আমার স্ত্রী বলছিল যে, আমি চলে যাবো, এখানে থাকবো না।
কিন্তু এই কথার উওরে আমি তাকে 'যাও' বলিনি।
এখন আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝে বলছে যে, তার গায়ে হাত উঠানোর জন্য তার পিঠে ব্যাথা হয়েছে। তারপর, গতকাল রাতে সহবাস করার সময় আমার স্ত্রী আমাকে বললো যে, আমার আব্বু রোজার ভিতরে আসবে। যদি আমার পিঠের ব্যাথা না সারে তাহলে আমি আমার আব্বুর সাথে চলে যাবো।
একথা শুনে আমি বললাম যে, ঈদের পর যাবা। আমার সাথে যাবা, যেয়ে ৩ দিন থাকবা, তারপর আমি যেয়ে নিয়ে আসবো।
'ঈদের পর যাবা' যখন বলি তখন মনে হচ্ছিল, আমি মনে হয় তার বাবার সাথে ঈদের পর যাবার কথা বললাম। তখন আমি বললাম যে, আমার সাথে যাবা, যেয়ে ৩ দিন থাকবা, তারপর আমি যেয়ে নিয়ে আসবো।
এই কথা বলার পর থেকে মনে হচ্ছে যে, আমার এটা কেনায়া শব্দ হয়ে গেল মনে হয়। এমন সন্দেহ মনে আসছে। এজন্য আমি কিছুক্ষন পর আবার আমার স্ত্রীকে জিগ্গাসা করলাম যে, তুমি কি বাবার সাথে চলে যাবা বলতে একবারে ঈদের পরে আসতে চাচ্ছো ?
তারপর আমার স্ত্রীর কথা শুনে বুঝলাম যে, হ্যা সেটায় তার উদ্দেশ্য ছিল। তাছাড়া আমাকে ছেড়ে চলে যাবে এমন মিন করেনি।
এতে কি তালাক পতিত হবে শায়েখ??
(২) ভাত খাওয়ার সময় যদি প্লেটে ভাত রাখি তাহলে মনে হয় আমি ভাত চেটে পরিস্কার করে খাওয়াকে সুন্নাত মনে করি না, তাই প্লেটে ভাত রাখছি।
আবার, সম্পূর্ন ভাত খাওয়ার সময় মনে হয় যে, সুন্নাতের খেলাপ অন্য সময় করবো। এখন প্লেটের সব ভাত গুলা খাই। এমন কথা মনে আসে। এজন্য অনেক সময় জোর করে খাওয়ার ও চেষ্টা করি। জোর করলে বমি বমি ভাব লাগে। এতে কি ঈমান চলে যাবে শায়েখ??
উপরে 'চেটে খাওয়া' শব্দটি লেখার সময় মনে হচ্ছিল শব্দটা কেমন জানি ভাল দেখাচ্ছে না। তখন আবার মনে হলো যে, চেটে খাওয়া সুন্নাত। এরকম মনে হওয়াতে কি ঈমানের কোন ক্ষতি হবে শায়েখ??
(৩) এটা করলে কাফের হয়ে যাবো, ওটা করলে কাফের হয়ে যাবো, এমন অনেক রকমের কথা আমার মনে আসে। আমার খারাপ ভিডিও দেখার বাজে অভ্যাস আছে। গতকাল খারাপ ভিডিও দেখার সময় মনে হচ্ছিল যে, খারাপ ভিডিও বা হস্তমৈথুন করলে আমি কাফের হয়ে যাবো। এমন কথা মনে আসছিল। তারপরেও আমি এই খারাপ কাজটি করে ফেলেছি। এবং করার পর মনে হচ্ছিল যে, আমি কাফের হয়ে গেছি।
এতে কি আমি কাফের হয়ে গেলাম শায়েখ??
(৪) গোপাল ভাড়ের একটা কাটুন দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। কান্না কান্না লাগছিল। তখন মনের ভিতর গোপাল ভাড়কে নিয়ে আজে বাজে চিন্তা আসছিল। মনে হচ্ছিল যে, গোপাল ভাড় আল্লা*। এমন কথা মনে আসছিল। এমন আজে বাজে চিন্তা আমার বিভিন্ন মানুষকে নিয়েও হয়। এতে কি আমার ঈমান চলে যাবে শায়েখ??
(5) অফিসের একটা কাগজ পা দিয়ে সরাতে যাবো ঠিক সেসময় আমার মনে হচ্ছিল আমি যেন কুরআন মাজিদ পা দিয়ে সরাতে যাচ্চি। তাই আমি কাগজটি পা দিয়ে না সরিয়ে হাত দিয়ে পাশে ফেলে দিলাম। এখন মনে হচ্ছে আমি মনে হয় সামান্য কাগজকে কোরআন মাজিদ মনে করলাম। এজন্য কি আমার ঈমানে কোন সমস্যা হবে শায়েখ??