আসসালামু আলাইকুম উস্তাজ
আমি অনার্স ৪র্থ বর্ষে পড়ুয়া একজন মেয়ে। আমার বাবা নেই। আমাদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কোনো পুরুষ সদস্য বা আত্মীয়স্বজন নেই তাই পরিবারের দায়িত্ব সম্পুর্নভাবে আমার এবং আমার আম্মুর উপরে পরেছে। যা কিছু সঞ্চয় ছিলো তা ব্যাংকে থাকলে সুদ হওয়ার আশংকা ছিলো তাই আমার আম্মু এখন আর্মি মেডিকেল কলেজে লাইব্রেরিয়ান হিসেবে চাকরি করছেন। আমার মায়ের ইনকামে আমার ও আমার বোন এর খরচ চলে এবং বেশিরভাগ ইনকাম ঋণ পরিশোধে চলে যায়। এখনো অনেক ঋন রয়েছে। ২ বোনই বাসা থেকে দূরে থাকার জন্য অনেক খরচ লাগে। তাই আমার জন্য ফ্যামেলিতে আর্থিক সাপোর্ট দেওয়া বিশেষ প্রয়োজন।
অনেক অভিজ্ঞতা হয়েছে টিউশন করিয়ে।এছাড়া পরদা ধরে রাখাও মুশকিল।কারণ,ছাত্র ছাত্রী দের বাবা মা এর সাথে কথা বলতে হয়,টিউশন পাওয়ার জন্য যোগাযোগ করতে হয়..এছাড়া গার্ডিয়ানদের খারাপ ব্যবহার, কম বেতন,দেরী করে মেস এ ফেরা এসব সমস্যার কারণে টিউশন বাদ দিয়েছি।এখন একটা অনলাইন চাকুরি করছি।এই চাকুরিতে সার্ভে করতে হয়।সার্ভে এরকম যে আমি আমেরিকার নাগরিক।আমি গত কয়েকদিনে কি কি প্রডাক্ট ইউজ করছি,গাড়ি আছে, গাড়ির জন্য কি সারভিস নেই,তামাক কতবার নেই।।আমার একাউন্ট এর তথ্য মতে, আমি ৩৫ বছর বয়সী একজন আমেরিকান পুরুষ।তো নিজের এসব ভুল ভাল তথ্য দিয়ে কাজ করেই টাকা আসে।আমার কাছে উপার্জন এর আর কোন পথ জানা নেই। হালাল যত পথ আছে সবগুলাতেই চেষ্টা করছি।ক্লাস এর জন্য প্রাইভেট ও আর সম্ভব না কারণ অনেক রাত হয়ে যায় আসতে আস্তে।শোরুম এরব্জব খুজেছি,কোচিং এর।।তাদের অনেক শর্ত।আমি সরকারি জব এর জন্য চেষ্টা করছি,বিসিএস কোচিং করছি।জব এর বেতন নিয়ে ব্যবসা শুরু করে জব ছেড়ে দিব এমন নিয়ত আছে।
এখন এই অবস্থায় আমার পর্দা ঠিক রেখে,কারো সাথে যোগাযোগ না রেখে, সম্মানের সাথে অনলাইনে সম্পুর্ন মিথ্যা তথ্য দিয়েএই কাজ টাই করতে পারছি।আমার পড়াশোনা আছে,ক্লাস এর এটেন্ডেন্স না হলে পরীক্ষায় বসতে পারব না।তাই অনেক চিন্তা করে এটা করছি।হালাল ইনকামের জন্য আমার জানামতে সম্ভাব্য সকল সোর্স খুজেছি কিন্তু পাইনি।
এখন আমার প্রশ্ন উস্তাজ, আমার উক্ত পরিস্থিতিতে অনলাইনে মিথ্যা তথ্যের ভিত্তিতে এই জব করাটা কি হালাল হবে? যেহেতু আমি ইনকামের আর কোনো পথ খুজে পাচ্ছিনা।