হুজুর আমি একজন ওয়াসওয়াসার রোগী। তাই বলছি, আপনার দেওয়া উত্তরটি সঠিক আছে তো তাই না? মানে টাইপিং মিসটেক হয় নি তো? আপনি আবার মনে করিয়েন না যে, আমাদের তালাক হয়েছে। শুধুমাত্র জানার জন্য প্রশ্নটি করলাম।
প্রশ্ন: কেউ তালাকের পরেও তার স্ত্রীর সাথে সংসার করলে তার নামাজ দোয়াসহ সব ইবাদত কবুল হবে কি? তার শ্বশুর বাড়ি থেকে কিছু নেওয়া জায়েজ হবে কি?
( কারণ, স্বামীর সাথে সংসার না থাকলে তো তারা কিছু পাঠাতো না। মানে তারা আলাদা হলে তো শ্বশুর বাড়ি থেকে সাহায্য পেত না।) বিস্তারিত জানতে চাই।
প্রশ্নটির লিংক https://ifatwa.info/63812/
আপনার উত্তর: কেউ তালাকের পরেও তার স্ত্রীর সাথে সংসার করলে তার নামাজ দোয়াসহ সব ইবাদত কবুল হবে।
তার শ্বশুর বাড়ি থেকে তারা সন্তুষ্টি চিত্তে কিছু দিলে তাহা নেওয়া জায়েজ হবে।
তবে তার যেনার গুনাহ হতে থাকবে।
হুজুর শুধু বলুন- আপনার টাইপিং মিসটেক হয় নি তো? হয়েছে? কিছু মনে করিয়েন না আমি ওয়াসওয়াসার রোগী। তাই যেভাবে প্রশ্ন করেছি দয়া করে সেভাবে উত্তর দিন
২. যদি মেয়ের বাড়ি থেকে তাদের মেয়ে এবং জামাইকে বলে যে, "তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। আমরা টাকা পয়সা বা যা লাগে সাহায্য করব"। তাহলে মেয়ে এবং জামাই সাহায্য চাইতে পারবে?