ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সাকীব অর্থ উল্কাপিন্ড।আরাফাত অর্থ একটি পাহারের নাম, যেখানে হাজী সাহেবগণ অবস্থান করেন। সানি অর্থ দ্বিতীয়।আদীব অর্থ সাহিত্যিক,হাসান অর্থ সুন্দর্য্য।
(২)
রুকুর সময় চোখ পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে থাকবে। নতুবা পিঠ সোজা হবে না।
(৩)
. "আমার মৃত্যুর পর আমার স্ত্রী যেন আর কোনো বিবাহ না করেন" স্ত্রীকে এই রকম অসিয়ত করা যাবে না।
(৪)
জ্বী, ifatwa সাইটটি বাংলাদেশি। ইসলামিক অনলাইন মাদরাসার ফাতাওয়া বিভাগ থেকে সাইটের ফাতাওয়াগুলো প্রকাশিত হয়ে থাকে।