ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না।
ولا يدفع إلى امرأته للاشتراك في المنافع عادة، ولا تدفع المرأة إلى زوجها عند أبي حنيفة - رحمه الله تعالى - كذا في الهداية. (الفتاوى الهندية، كتاب الزكوة، الباب السابع في المصارف، ج:1، ص:207)
(২) অগ্রিম যাকাত দেয়া যাবে। পরবর্তীতে মাল অতিরিক্ত এড হলে, সেই মালেরও যাকাত দিতে হবে।
(৩)
নারী সংসার খরচের জন্য স্বামীকে যাকাত দিতে পারবে না।
(৪)
নাবালকের মালে যাকাত আসবে না।