আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
131 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (2 points)
আসসালামু আলাইকুম।
প্রশ্ন ১)যদি কোন নারীর উপর যাকাত ফরজ হয়।এবং সে নারীর স্বামী ঋণগ্রস্থ এবং একজন ছাত্র।এ অবস্থায় তার স্বামীর পড়া লেখা রিলেটেড বেশ টাকার দরকার। সে ক্ষেত্রে এই নারী কি তার যাকাত এর টাকা তার স্বামী কে দিতে পারবে?কারণ একই সাথে দুই দিকেই দেয়া নারীর জন্য কষ্ট দায়ক হয়ে যাচ্ছে।
২)আগামী বছরে  অমুকের এত টাকা যাকাত হতে পারে।এটা জানা থাকলে সে কি অগ্রিম এ বছর তা আদায় করতে পারবে?
৩) কোন নারী কি তার সংসার খরচে যাকাত এর টাকা দিতে পারবে?যদি স্বামী ঋণগ্রস্থ হয়?
৪)নাবালেগ শিশুর যদি ৪০ হাজার টাকা সাথে কয়েক ভরি গহনা থাকে।কিন্ত তার বাবা মায়ের যাকাত দেবার সামর্থ নেই আপাতত। সে ক্ষেত্রে করনীয় কি?এগুলো তো শিশুর আমানত।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না।
ولا يدفع إلى امرأته للاشتراك في المنافع عادة، ولا تدفع المرأة إلى زوجها عند أبي حنيفة - رحمه الله تعالى - كذا في الهداية. (الفتاوى الهندية، كتاب الزكوة، الباب السابع في المصارف، ج:1، ص:207)

(২) অগ্রিম যাকাত দেয়া যাবে। পরবর্তীতে মাল অতিরিক্ত এড হলে, সেই মালেরও যাকাত দিতে হবে।

(৩)
 নারী সংসার খরচের জন্য স্বামীকে যাকাত দিতে পারবে না।

(৪)
নাবালকের মালে যাকাত আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...