আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
১)আমরা যে রাতের আমল করি ঘুমানোর পূর্বে,সেখানে ৩ কুল পড়ার সময় আমাদের ৩ বার সূরা ইখলাস পড়তে হয় আবার রাসুল ﷺ এর একটা হাদিস আছে রাতে ঘুমানোর পূর্বে কোরআন খতমের ব্যাপারে,এবং সেটাও ৩ বার সূরা ইখলাস।
আমার প্রশ্ন হচ্ছে দুইবারই কি আলাদা আলাদা করে ৩ বার করে ৬ বারবার  সূরা ইখলাস পড়তে হবে? নাকি দুইটা নিয়ত একসাথে করে শুধু একবার (৩ বার)পড়লে হবে?

২)আমি হিফয করছি,ফলে নামাযে নতুন সূরাগুলো পড়ার চেষ্টা করি,,কিন্তু অনেক সময় আমি নামাযের মাঝেই সূরার লাইন ভুলে যায়,এক্ষেত্রে যদি অর্ধেক সূরা হয় তাহলে, অনেকক্ষণ ধরে মনে করতে না পারলে রুকুতে চলে যায়, আবার যদি এমন হয়,সূরার শুরুতে কয়েক আয়াত পড়ে মনে করতে না পারি,তাহলে সেই সূরা বাদ দিয়ে অন্য আরেকটা সূরা পড়ে রুকুতে চলে যায়,,
উস্তাদ! এক্ষেত্রে কি আমার নামাজ হবে?নাকি নামায ভেঙ্গে আবার পড়তে হবে? নাকি শেষে সাহু সিজদা দিতে হবে?

৩)আসমাউল হুসনা সমূহ মনে রাখার সুবিধার্থে নাশিদের মতো সুর করে পড়া কি জায়েজ আছে? কারণ এক্ষেত্রে অনেকসময় মাদ গুন্নাহ কম বেশি,বা যেখানে মাদ নেই সেখানে মাদও চলে আসে,,এক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে?

৪)হাদীসে এসেছে,যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত বর্ষন করেন এবং ফেরেস্তারা তাদের জন্য দোয়া করেন।

উক্ত হাদিস কি শুধু রোজার নিয়তে সাহরি খেলেই প্রযোজ্য হবে? কিন্তু মেয়েদের হায়েজ চলাকালীন সময়ে তো রোজা রাখা হয় না,কিন্তু সবার সাথে সাহরি খাওয়া হয়।এক্ষেত্রে তারা কি রহমত পাবে?

৫)খাওয়ার আগে লবণ খাওয়া কি সুন্নতের আওতাভুক্ত?

৬)আমি যদি আমার স্বামীর কাছে বিয়ের মোহর হিসেবে আমার বোনের কোরআন হিফয করতে শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচ হবে
সেই খরচ গুলো চাই কিন্তু
টাকা নগদ না যখন টাকা লাগবে তখন দিবে তাহলে সেটা কি মোহর হিসেবে  জায়েজ হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তিনবার পড়ে নিলেই উভয় ফযিলত অর্জন হয়ে যাবে।

(২) যখনই নামাযে সূরাকে ভুলে যাবেন, তখন চেষ্টা করার পরও যদি মনে না হয়, তাহলে সাথে সাথেই রুকুতে চলে যাবেন।

(৩)
অর্থের মধ্যে পরিবর্তন আসার সম্ভাবনা থাকলে জায়েয হবে না। নতুবা নাশিদের সূরে আসমাউল হুসনা পড়া যাবে।

(৪)
রোযার নিয়তে সেহরির সময়ে বরকত নাযিল হয়। হায়েযের সময় নারীরা যে সেহরি খায়, এতে আল্লাহ চাইলে বারাকাহ দিতেও পারেন।

(৫)
খাওয়ার আগে লবন খাওয়া সুন্নত নয়।

(৬)
না, এভাবে সর্বমোট টাকা উহ্য রেখে মহর নির্ধারণ করা যাবে না। বরং প্রথমেই টাকার সপরিমাণ নির্ধারিত করে মহরকে সাব্যস্ত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...