আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
185 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামু ওয়ালাইকুম
জুমার দিনে সালাতের নিষিদ্ধ সময় শুরু হওয়ার ১৫ থেকে ৫ মিনিট আগে মসজিদে প্রবেশ করে কি দুখলুল সালাত আদায় করা যাবে ? নাকি এসময় সালাত আদায় করা যাবে না। আমি এক মসজিদে জুমার সালাত আদায় করি সেখানে এসময় সালাত আদায় করতে দেওয়া হয় না

1 Answer

0 votes
by (62,670 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/2203/  নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,

ফজরের সময়ে সূর্যোদয়ের পর সর্বোচ্ছ ১১মিনিট মিনিট পর্যন্ত এবং মাগরিবের সময়ে সূর্যাস্তের পূর্বে সর্বোচ্ছ ১৬মিনিট পর্যন্ত মাকরুহ বা হারাম সময়। (আহসানুল ফাতাওয়া-২/১৪৩)

 

স্থানভেদে বিভিন্ন কিতাবে কমবেশও পাওয়া যায়,কোথাও ফজর এবং মাগরিবে ৭মিনিট করে মাকরুহ সময়ের উল্লেখ পাওয়া যায়। আবার কোথাও ফজর এবং মাগরিবের সময়ে ১৫/১৬ বা ১৫/২০মিনিটের আলোচনাও পাওয়া যায়।যেহেতু কুরআন হাদীস হুবহু নির্দিষ্ট কোনো সময়ের সাথে সংশ্লিষ্ট করেনি বা তখন এমন কোনো পদ্ধতিও ছিল না,তাই শরীয়ত একটা আ'লামত নির্ধারণের মাধ্যমে বিভিন্ন ইবাদতের ওয়াক্তকে নির্ধারণ করে দিয়েছে। এই আলামতকে আমাদের ঘড়ির টাইমের সাথে মিলাতে গিয়ে কিছু কমবেশ হয়ে যায়। তবে যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত তাই সতর্কতাই কাম্য।এ হিসেবে স্থায়ী ক্যালেন্ডারে যে সতর্কতামূলক ২৩মিনিটের কথা উল্লেখিত রয়েছে, এটাকে বিবেচনায় রেখে আমাদেরকে নামায পড়তে হবে এবং পড়াটাই নিরাপদ। সূর্যোদয়ের ২০/২৩মিনিট পর,এবং সূর্যাস্তর ৩০মিনাট পূর্ব পর্যন্ত মাকরুহ সময়। তবে ঐ দিনের আছরের নামায সূর্যাস্তর সময়ও পড়া যায় এবং পড়তে হবে।

 

ইস্তেওয়া তথা সূর্য মধ্যাকাশে থাকাবস্থায় আগে-পরে কতটুকু সময় নামায পড়া মাকরুহ। এ সম্পর্কে নির্দিষ্টকরে কিছু বলা যাবে না। কেননা ইস্তেওয়া অর্থ দিনের মধ্যভাগ। প্রশ্ন হল দিন কখন থেকে শুরু হয়?সুবহে সাদিক থেকে না সূর্যোদয় থেকে।সুবহে সাদিক থেকে দিন শুরু হলে, সূর্যাস্ত পর্যন্ত মধ্যভাগের সময় নিসফে শরয়ী বলে। আর সূর্যোদয় থেকে দিন শুরু হলে সূর্যাস্ত পর্যন্ত মধ্যভাগের সময় নিসফে উরফি বলে।কেউ বলেন,নিসফে শরয়ী গ্রহণযোগ্য। আবার কেউ বলেন নিসফে উরফি গ্রহণযোগ্য।

 

في تنوير الأبصار مع الدرالمختار ،ج١،ص٣٧١

وَكُرِهَ صَلَاةٌ وَلَوْ عَلَى جِنَازَةٍ وَسَجْدَةَ تِلَاوَةٍ وَسَهْوٍ مَعَ شُرُوقٍ وَاسْتِوَاءٍ وَغُرُوبٍ، إلَّا عَصْرَ يَوْمِهِ

 

و في حاشية ابن عابدين

ولا يخفى أن زوال الشمس إنما هو عقيب انتصاف النهار بلا فصل، وفي هذا القدر من الزمان لا يمكن أداء صلاة فيه، فلعل أنه لا تجوز الصلاة بحيث يقع جزء منها في هذا الزمان، أو المراد بالنهار هو النهار الشرعي وهو من أول طلوع الصبح إلى غروب الشمس، وعلى هذا يكون نصف النهار قبل الزوال بزمان يعتد به.

দেখুন-(আহসানুল ফাতাওয়া-২/১৩৭) (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/৩৮৩)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

সহজ ভাষায় এভাবে বলা যায়,

যখন সূর্য পুরোপুরি উদয় হয়ে যাবে,তখনই মাকরুহ সময় শেষ হয়ে যাবে।ফিকহের কিতাবে বিভিন্ন শিরোনামে ও ভঙ্গিমায় উক্ত মাস'আলাকে উল্লেখ করা হয়েছে। ফাতাওয়ায়ে হিন্দিয়ায় (১/৫২) বর্ণিত রয়েছে,

ثلاث ساعات لاتجوز فيها المكتوبة.....اذا طلعت الشمس حتي يرتفع

এবং হাদীসে ভিন্ন ভঙ্গিমায় বর্ণিত হয় যে,

لا صلاة بعد الصبح حتي ترتفع الشمس

(সহীহ বোখারী-৫৮৬,সহীহ মুসলিম-৮৩১)

 

সাধারণত পুরোপুরি সূর্যোদয় হতে ১০/১২মিনিট লেগে যায়,আহলে ইলমরা লিখেন,সাবধানতা বশত ২০ বা ২৩মিনিট নামায পড়া থেকে নামায বিরত থাকততে হবে এবং জোহরের পূর্বে যে মাকরুহ ওয়াক্ত রয়েছে,তার সময় সূর্যোদয়ের সময় হতে কম। এ জন্য স্থায়ী ক্যালেন্ডারে প্রদত্ত জোহরের সূচনার যে ওয়াক্ত লিখা রয়েছে, এর ১৫মিনিট পূর্বে নামায থেকে বিরত থাকতে হবে। আর সূর্যাস্তর পূর্বে যখন সূর্যর কিরণ এমন পর্যায়ের লোপ পেয়ে যাবে যে, তখন সূর্যর দিকে দৃষ্টি দেয়া যাবে, তখন থেকেই মাকরুহ ওয়াক্ত শুরু হয়ে যাবে। অতঃপর সূর্যাস্তর সাথে সাথেই মাকরুহ ওয়াক্ত শেষ হয়ে যাবে। (কিতাবুল-ফাতাওয়া-২/১২৫)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

১. এখানে সালাতের নিষিদ্ধ সময় বলতে কোনটা বুঝিয়েছেন তা আরো ভালো ভাবে বলার দরকার ছিলো।

২. জী হ্যাঁ, যদি এটা দ্বিপ্রহরের কারণে সালাতের নিষিদ্ধ সময় উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই দুখুলুল সালাতও  স্থায়ী ক্যালেন্ডারে প্রদত্ত জোহরের সূচনার যে ওয়াক্ত লিখা রয়েছে, এর ১৫মিনিট পূর্ব থেকে নামায পড়া থেকে বিরত থাকবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (5 points)
উদাহরণ স্বরূপ: আজ, ৪ই মার্চের নিষিদ্ধ বা মাকরুহ সময় হচ্ছে ১২:৬ থেকে ১২:১৪ আর যোহরের ওয়াক্ত হচ্ছে ১২:১৫ থেকে ৪:২৪।
যেহেতু নিষিদ্ধ বা মাকরুহ সময় ১২:৬ থেকে শুরু আর যোহর ১২:১৫ তে , এখন  দুখলুল সালাত ১১:৫০ থেকে ১২:০৫ এর মধ্যে আদায় করা যাবে কি

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...