আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ আমার এক বান্ধবী প্রশ্ন করে,
সে দৈনিক আমলগুলো নিয়মিত করত। কিন্তু ইদানীং ওর মনে হচ্ছে, যেহেতু ওর কুরআন তিলাওয়াত সহীহ না তাই সে কুরআন নিয়ে বসলেও দৈনন্দিন কুরআন তিলাওয়াতগুলো করতে পাচ্ছে না এমনকি সূরা মূলক, সূরা কাহফ, সকাল-সন্ধ্যার যিকিরগুলো করতে গেলেও ওর শুধু বারবার মনে হচ্ছে যে, আমার তো কুরআন সহীহ না তাহলে তো গুণাহ হবে। এই ওয়াসওয়াসায় সে মানসিকভাবে অস্থিরতা অনুভব করছে৷ এক্ষেত্রে তার করণীয় কি? আর হায়েজ অবস্থায় সূরা মুলক, সূরা কাহফের প্রথম ১০ আয়াত পড়া যাবে কি?