আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
আসসালামু আলাইকুম শায়েখ,

আমার বয়স যখন ১৭ ছিলো তখন আমাকে আমার কিছু বন্ধু বান্ধুবীর সামনে একটা ছেলে আমাকে এইভাবে প্রস্তাব দেয় যে "আপনাকে আমি আমার ঘরের রানী বানাতে চাই" তখন আমি রাজি হই,কিন্তু তখন আমি বুঝতাম না বিয়ের স্বর্ত কি,এবং তখন বিয়ের নিয়্যাতেও কেউ বলিনি।এবং কোনো মোহরানাও ধার্য করা হয়নি,আমার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ও ছিলোনা,তারও পক্ষ থেকে কেউ ছিলো না, সাধারণ একটা প্রেমের প্রস্তাবের মতোই ছিলো।তখন আমি দ্বিন সম্পর্কে সচেতন ছিলাম না আল্লাহুম্মাগফিরলি।
এখন আমার প্রশ্ন হলো, এতেও কি আমাদের বিয়ে হয়েছে?  আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেটা ভাঙার উপায় কি?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইজাব কবুল দু'টি শব্দ। এ দু'টি শব্দের মধ্যে একটি যদি অতীতকাল বাচক হয়, এবং অন্যটি বর্তমান বা ভবিষ্যত কাল বাচক হয়, তাহলে বিয়ে হয়ে যাবে।
لما في الفتاوي الهندية ج ١- ص:٢٧٠
ينعقد بالإيجاب والقبول وضعا للمضي أو وضع أحدهما للمضي والآخر لغيره مستقبلا كان كالأمر أو حالا كالمضارع، كذا في النهر الفائق فإذا قال لها أتزوجك بكذا فقالت قد قبلت يتم النكاح وإن لم يقل الزوج قبلت، كذا في الذخيرة ولو قال: تزوجيني نفسك فقبلت؛ انعقد إن لم يقصد به الاستقبال هكذا في النهر الفائق. وكما ينعقد بالعبارة ينعقد بالإشارة من الأخرس إن كانت إشارته معلومة، كذا في البدائع. ولا ينعقد بالتعاطي، كذا في النهاية ولا ينعقد بالكتابة من الحاضرين فلو كتب تزوجتك فكتبت قبلت؛ لم ينعقد هكذا في النهر الفائق. 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"আপনাকে আমি আমার ঘরের রানী বানাতে চাই" এটা বর্তমান বা ভবিষ্যতকাল বাচক শব্দ,এটা বিবাহের জন্য কেনায়া শব্দ। সুতরাং এর জবাবে আপনি কি বলেছিলেন? যদি অতীতকাল বাচক স্পষ্ট কোনো শব্দ আপনি বলে থাকেন, তাহলে বিবাহ হয়ে যাবে। কিন্তু যদি আপনি অতীতকাল বাচক কোনো শব্দ বলে না থাকেন, কিংবা বিবাহের নিয়ত ব্যতিত কোনো কেনায়া শব্দ বলে থাকেন,তাহলে বিবাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...