আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
5,011 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (42 points)
আসসালামু আলাইকুম।
সর্বনিম্ন মোহর কতোটুকু হওয়া প্রয়োজন? এক জায়গায় দেখলাম ১০ দিরহাম। কিন্তু কেউ যদি তার চেয়েও অনেক কম টাকা স্ত্রীকে মোহর দেয় আর স্ত্রীও তাতে সন্তুষ্ট থাকে, তাহলে কি বিয়ের কোনো সমস্যা হবে?

1 Answer

+1 vote
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাবঃ-
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।
০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা। 

বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা।
১০(১০*১২০০)দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এটা হলো প্রত্যেক মহিলার জন্য শরীয়তের পক্ষ্য থেকে সর্বশেষ নির্ধারিত মহর।যাকে শরীয়তের হক বলা হয়ে থাকে।এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না।সুতরাং বর্তমান হিসেব অনুযায়ী ৩,১৫০ টাকা এর নিম্নে মহর নির্ধারণ করা যাবে না।
১০দিরহামের কম মহরের উপর স্ত্রী সন্তুষ্ট থাকলেও শরীয়ত মহিলার উপর মহরে মিছিল ওয়াজিব করবে।

উল্লেখ্য যে,
হাদীসে বর্ণিত রয়েছে,২০মিছকাল স্বর্ণ বা ২০০দিরহাম রূপা কারো নিকট থাকলে তার উপর যাকাত ফরয হয়।এবং হাদীসে বর্ণিত রয়েছে,হযরত ফাতেমা রাযি এর মহর ছিলো,৫০০দিরহাম

প্রশ্ন জাগে যে,বর্তমান বৃটিশ হিসাব পদ্ধতিতে ১মিছকাল সমান কত গ্রাম বা ভড়ি,এবং ১দিরহাম সমান কত গ্রাম বা ভড়ি।

এ সম্পর্কে জানতে নিচের আলোচনা গুলো গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে।


মিছকাল/দিনার এবং দিরহামে হিসাব সহ স্বর্ণ রূপায় যাকাতের বৃটিশ পদ্ধতির হিসাব।

(এক)
(ক)
১মিছকাল/দিনার =৪.২৫গ্রাম
২০মিছকাল।        =(৪.২৫*২০)
                            =৮৫গ্রাম।

(খ)
১দিরহাম              =২.৯৭৫গ্রাম
২০০দিরহাম।        =(২.৯৭৫*২০০)
                            =৫৯৫গ্রাম।

(গ)
মহরে ফাতেমী ছিলো,৫০০দিরহাম
১দিরহাম              =২.৯৭৫গ্রাম
                            =(২.৯৭৫*৫০০)
                            =১৪৮৭.৫গ্রাম 

(দুই)
(ক)
১১.৩৩৩গ্রাম।       = ১ভড়ি

সুতরাং যাকাতের জন্য
স্বর্ণের নেসাব হবে=(৮৫÷১১.৩৩৩)
                           =৭.৫ভড়ি

এবং
রূপার নেসাব হবে =(৫৯৫÷১১.৩৩৩)
                            =৫২.৫ভড়ি

এবং
মহরে ফাতেমী হবে=(২.৯৭৫*৫০০)
                            =১৩১.২৫৩ভড়ি


এই হিসাব ছিলো, 
১ভড়ি=১১.৩৩৩গ্রাম হিসেবে।
সুতরাং যদি বর্তমানে 
১ভড়ি=১০.০০গ্রাম হয়ে থাকে,
তাহলে ১৪৮৭.৫গ্রাম সমান ১৪৮.৭৫ভড়ি হবে।

সরকার অনুমোদিত জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যই গ্রহণযোগ্য হিসেবে পরিগণিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (42 points)
আসসালামু আলাইকুম।  বিয়ে হয়েছে অনেকদিন পূর্বে। স্বামী-স্ত্রী একসাথে থাকি।  মোহরের পরিমান ১০ দিরহামের চেয়েও অনেক কম ছিল। এমতাবস্থায় এখন করনীয় কি? স্ত্রী কি স্বামীর জন্য হালাল নয়? 
by (597,330 points)
জ্বী, হালাল।বিয়ে শুদ্ধ রয়েছে।তবে যখন স্বামী মহর দিবে,তখন পূর্ণ দশ মিলিয়ে দেবে
by
গতবছর দশ দিরহামের আনুমানিক মূল্য তিন হাজার টাকা নির্ধারণ করে বিবাহ হয়েছে, এবং তা পরিশোধও করা হয়েছে কিন্তু পরে জানা গেল তখন দশ দিরহামের মূল্য ছিল আরো বেশি। এখন করণীয় কি? 
by (597,330 points)
তাহলে যত বেশী, এই বেশী পরিমাণ এখন স্বামী তার স্ত্রীকে পরিশোধ করবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...