আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত শাইখ,
এক বোনের হয়ে প্রশ্ন করছি।
আমি অনেক বছর ইসলাম প্র‍্যাক্টিস করলেও সাম্প্রতিক আমি একটু প্র‍্যাক্টিস কম করছি(নফল ইবাদাত, আত্মশুদ্ধির ব্যাপার)
আমি অবিবাহিত। বিয়ের পরীক্ষায় আছি,আমার জন্য দুয়া করবেন। কোন পাত্র প্রপোজাল দিলে,কথাবার্তা আগালেই আমি উক্ত ব্যক্তির প্রতি দূর্বল হয়ে যায়,তখন ওটা না হলে অন্যত্র আগাতে কষ্ট হয়। আমার কোন হারাম রিলেশন কিছু নেই।তাও আমি নিজের চেয়েও অতিরিক্ত মোহে পড়ে যায়।
তাই আমি চাই..জীবনের চেয়ে আল্লহকে সবচেয়ে বেশি ভালোবাসতে, যেন দুনিয়াবী এসব পরীক্ষায় আমার কষ্ট না লাগে,মোহ না আসে।
সম্মানিত শাইখ,
১)আমি কিভাবে আল্লহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো?কীভাবে আল্লহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে থাকবো?কি কাজ করলে আল্লহ আমার উপর সবসময় রাজিখুশি থাকবে?আর আমিও কিভাবে সারাক্ষণ আল্লহকে অন্তরে ধারণ করবো?
২)আমি অতিরিক্ত কষ্ট পেলে মানুষের সাথে ইদানিং প্রচুর কথা বলি,শেয়ার করি,আমি এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।কিভাবে মুক্তি পাবো?