ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6410
(২)মাথা মাসেহ করা ফরয এবং গর্দান মাসেহ করা মুস্তাহাব।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8979
(৩)
গোসলের সময় গড়গরা সহ কুলি করা এবং নাক পরিস্কার করা ব্যতিতও পবিত্রতা অর্জন হবে।তথাপি গোসলের সময় এগুলো করা মুস্তাহাব।
(৪)
জ্বী, ফরয পালন করলেই অজু হয়ে যাবে। তবে সময় সুযোগ থাকলে সুন্নতকে পালন করা উচিৎ।
(৫)
নামাজ পড়ার সময় টুপি না পড়লে গুনাহ হবে না তবে মাকরুহে তানযিহি হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2227
(৬) চোখ বন্ধ করে নামায পড়লে নামায মাকরুহ হবে।
(৭)
নামাযে মনোযোগ ধরে রাখার জন্য যদি কেউ চোখ বন্ধ করে নামায পড়ে, তাহলেও সেই নামা মাকরুহ হিসেবে বিবেচিত হবে।
(৮) নামায মাকরুহ হয়ে গেলে পরিপূর্ণ সওয়াব হবে না।