জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
স্বামী যে কোন কারনে বা কোন কারন ছাড়া তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনা।
শরীয়ত সম্মত কারন ছাড়া স্ত্রীকে তালাক দেয়া জায়েজ নেই।
বিনা কারণে তালাক আবেদন কারী মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﺃَﻳُّﻤَﺎ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺳَﺄَﻟَﺖْ ﺯَﻭْﺟَﻬَﺎ ﻃَﻼَﻗًﺎ ﻓِﻰ ﻏَﻴْﺮِ ﻣَﺎ ﺑَﺄْﺱٍ ﻓَﺤَﺮَﺍﻡٌ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺭَﺍﺋِﺤَﺔُ ﺍﻟْﺠَﻨَّﺔِ . ‘
যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকটে তালাক্ব চায়, তার জন্য জান্নাতের সুগন্ধিও হারাম’।
[আবুদাউদ হা/২২২৬; তিরমিযী হা/১১৮৭; ইবনু মাজাহ হা/২০৫৫; মিশকাত হা/৩২৭৯, সনদ ছহীহ।].
ﺫﻫﺐ ﻓﻘﻬﺎﺀ ﺍﻟﺤﻨﻔﻴّﺔ ﻭﺍﻟﺤﻨﺎﺑﻠﺔ ﺇﻟﻰ ﺃﻥ ﺍﻟﻄﻼﻕ ﺑﻼ ﺳﺒﺐ ﻣﺤﺮّﻡٌ ﺷﺮﻋﺎً ﻭﻳﺄﺛﻢ ﻓﺎﻋﻠﻪ، ﻭﺫﻟﻚ ﻟﻘﻮﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﻛﻞ ﺫﻭﺍﻕ، ﻣﻄﻼﻕ ) ﻭﻷﻥ ﻓﻲ ﺍﻟﻄﻼﻕ ﻛﻔﺮﺍً ﻟﻨﻌﻤﺔ ﺍﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ ﻭﺗﻌﺎﻟﻰ ، ﺣﻴﺚ ﺇﻥّ ﺍﻟﺰﻭﺍﺝ ﻧﻌﻤﺔ ﻣﻦ ﻧﻌﻢ ﺍﻟﻠﻪ، ﻭﺍﻟﻄﻼﻕ ﺑﻼ ﺳﺒﺐٍ ﻛﻔﺮٌ ﻟﻨﻌﻤﺔ ﺍﻟﺰﻭﺍﺝ؛ ﻭﻛﻔﺮﺍﻥ ﺍﻟﻨﻌﻤﺔ ﺣﺮﺍﻡ، ﻓﻼ ﻳﺤﻞّ ﺍﻟﻄﻼﻕ ﺇﻻ ﻟﻀﺮﻭﺭﺓ .
فقه السنة (الطبعة الثالثة)، بيروت: دار الكتاب العربي، صفحة 242، جزء 2
ভাবার্থ-
হানাফি এবং হাম্বলী ফুকাহায়ে কেরামগণ মনে করেন যে,বিনা কারণে তালাক প্রদাণ শরীয়তের দৃষ্টিকোণে হারাম।এবং তালাক প্রদাণকারী গোনাহগার। কেননা রাসূলুল্লাহ সাঃ আমভাবে বলেছেন,আল্লাহ তা'আলা প্রত্যেক স্বাদ আস্বাদনকারীদের উপর লা'নত প্রদাণ করেন।কেননা তালাক প্রদাণ দ্বারা আল্লাহ তা'আলা র নিয়ামতকে অস্বীকার করা হয়। বিবাহ আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত।আর বিনা কারণে তালাক প্রদাণ মানে বিবাহ নামক নিয়ামতকে পরিত্যাগ, অস্বীকার এবং অবহেলা করা। আর নিয়ামতকে অস্বীকার বা পরিত্যাগ করা হারাম।সুতরাং প্রয়োজন ব্যতীত তালাক হালাল হবে না।
ফিকহুস সুন্নাহ-২/২৪২
সুতরাং বিনা কারণে তালাক প্রদাণ করা হারাম।এর শাস্তি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে অবশ্যই পেতে হবে।
আরো জানুনঃ
(০২)
যদি স্ত্রীর কোনো দোষ না থাকে,সংসারে কোনো ঝগড়াঝাটিও না হয়,স্বামী যদি এমনিতেই তথা শরীয়ত সম্মত কারন ছাড়া স্ত্রীকে তালাক দেয়,সেক্ষেত্রে তালাক দিলে স্বামী গুণাহগার হবে।
(০৩)
এক্ষেত্রে আপনি তালাক দিলে তাহা জায়েজ হবে।
আপনি জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত হবেননা।
তবে তালাক দেয়ার আগে পরামর্শ থাকবে,স্টেপ বাই স্টেপ নিম্নোক পন্থাগুলি অবলম্বন করার।
বিছানা পৃথক করে দেয়া,প্রয়োজনে আপনার হুকুম মানার আগ পর্যন্ত তাকে বাবার বাসায় রেখে আসা,এতেও কাজ মা হলে,মৃদু প্রহার,তাতেও কাজ না হলে উভয় পরিবারের মুরব্বিদের মাধ্যমে স্ত্রীকে বুঝানো।
তাতেও কাজ না হলে সর্বশেষ তালাক প্রদান করতে পারেন।
(০৪)
এক্ষেত্রে আপনি তালাক দিলে তাহা জায়েজ হবে।
আপনি জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত হবেননা।
এখানে তালাক দেয়ার যথেষ্ট শরয়ী ওযর আছে।