আসসালামু আলাইকুম,
সরকারি একটা প্রতিষ্ঠান, একটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়। কিন্ত এই প্রশিক্ষণে চান্স পাওয়ার জন্য অনলাইনে একটা পরীক্ষা দিতে হয় এবং চান্স পাইলে ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হয়। এবার, এই প্রশিক্ষণের জন্য আবেদন কারি ছিলো ৩০০ জন এর উপরে, কিন্ত তারা নেয় প্রায় ৬৭ জন।
আমি পরীক্ষা দেওয়ার সময়, দুর্বল ঈমানের অধিকারী হওয়ায়, আমি পরীক্ষার অধিকাংশ উত্তর ইন্টারনেট থেকে বা অন্য কোন ভাবে বের করে দিয়ে দেই (আমি কোন মানুষের সাহায্য নেই নি)। পরীক্ষার আগে বা অন্য কোন যায়গায় (এই পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী তে) আমি দেখি নাই যে, অন্যের সাহায্য নেওয়া যাবে না, বা ইন্টারনেটের সাহায্য নেওয়া যাবে না।
এখন, রেসাল্টে আমার নাম এসেছে। প্রশিক্ষণ টা আমার দরকার ছিলো। হতে পারে ভবিষ্যতে আমার চাকরী তে সাহায্য করবে। আমার কি এই প্রশিক্ষনে ভর্তি হওয়া উচিত হবে? ভর্তি হলে কি অন্যের হক নষ্ট কারি হয়ে যাবো? এখন আমার কি করার আছে?