১. ২৫ তারিখ সকাল আটটায় হায়েজ দেখি ২৮ তারিখ সকাল নয়টায় প্যাডে হালকা কালো রঙের ব্লাড ছিল। তার কালো রঙের কিছু বের হচ্ছিল যা সামান্য আসরের সময় আবার লাল রঙের ব্লাড দেখতে পাই। তাহলে তো তিন দিন তিন রাত পূর্ণ হয়েছে এটা হায়েজ তাই তো শায়েখ?
২) ঝগড়ার এক পর্যায়ে স্বামী বললো যদি এটা না হয় আমরা আলাদা হয়ে যাবো স্ত্রী বললো মানে স্বামী বললো এর মানে দুই বিছানায় থাকবো কোনো নিয়তে বলে নাই। তারপর বলে তুমি তালাক নিয়ে নাও আমার কাছ থেকে স্ত্রী বলছে কি বললেন স্বামী বললো তালাকের কথা বলছি ২ বার। সকালে স্ত্রী জিজ্ঞেস করলে বলছে স্বামী আমি প্রশ্ন করছি এই বিষয়ে আমি তোমাকে কোন অধিকার দেই নাই। আর নিয়ত উদ্দেশ্য ছাড়া ১০০ বার তালাক বললেও কি তালাক হয় আমি প্রশ্ন করছি তুমি কি বললাম জিজ্ঞেস করছো সেই পরিপ্রেক্ষিতে বলছি তালাকের কথা বলছি আমি তালাকের অধিকার দেই নাই। স্ত্রী রাতেই স্বামী কে বলছি তালাক চায় না। তারপর স্ত্রী বলছে আপনি সংসার করতে না চাইলে আমিও সংসার করতে চাই না। আপনি শায়েখদের জিজ্ঞেস করেন স্বামী বলছে শায়েখ রা তালাক হয়ে গেছে বললে তখন কি করবা স্ত্রী বলছে তখন যে প্রসিডিওর হবে তাই করবো। এমন কথোপকথনে তালাক হয় না তাই তো শায়েখ?
(৩) কথোপকথন এতুটুকু স্বামী মানে হায়েজ চলাকালীন তালাক হয় না স্ত্রী ও স্বামীর মাসআলা মানে। তাও এমনি প্রশ্ন করা কারণ ওয়াসওয়াসা আসতেছিল আরও একজন শায়েখ কে প্রশ্ন করছিলাম উত্তর আসেনি। যেহেতু স্বামী ভিন্ন মত মানে আপনাদের মত ভিন্ন জানি তাও প্রশ্ন করে ডিলিট করিনি কারণ ওয়াসওয়াসা আসতিসে এবং উত্তর ভিন্ন হলে আপনাদের মত ভিন্ন জেনেও শুধু প্রশ্ন করার কারণে স্বামী আপনাদের মত না মানলে কোন সম্যসা মানে তালাক হবে সংসারে ? স্বামী যে মত মানে স্ত্রী ও সেই মত মানে। দয়া করে বেয়াদবি নিবেন না ওয়াসওয়াসা গ্রস্ত ভীষণ।