(১) স্ত্রী আর স্বামী সহবাসের কথা বল ছিল। স্বামী বললো এই ঔষধ খেলে বাচ্চা হবে না। আমাদের সহবাস ও কম করতে। এখানে উল্লেখ্য স্ত্রী সিস্ট চিকিৎসায় ডাক্তারের দেয়া ঔষধ খাবে। তখন স্ত্রী বললো সহবাস কি শুধু বাচ্চার জন্য করি নাকি। তারপর মজা করে কি একটা বলতে গেছিল স্বামী স্ত্রী বলছে নাউজুবিল্লাহ আর কিছু শুনতে চাই না। তখন স্বামী বলছে আমরা তো স্বামী স্ত্রী সহবাস তো হারাম না তুমি নাউজুবিল্লাহ বললে কেন। স্ত্রী ওসব হারাম ভেবে নাউজুবিল্লাহ বলে নাই। সে লজ্জা পায় স্বামীর মুখ থেকে এ বিষয়ে কোন কথা শুনলে উপরোক্ত কথোপকথন দ্বারা কি কোন তালাক বা কিছু হয় সংসারে? স্ত্রীর তালাকের কোন অধিকার নেই।
(2) আমার হায়েজ হইছে ২৫ তারিখ দিনে আর ২৮ তারিখ রাত আজকে। তার মানে তিন দিন তিন রাত এভাবে হিসাব হয় হায়েজের তাই তো শায়েখ?