বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী-স্ত্রীর পরস্পর সহবাস হক সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/990
রিযিক তালাশের কথা আল্লাহ তা'আলা বলেছেন।তবে বিদেশ গিয়ে রিযিক তালাশ করতে হবে! বিষয়টা আসলে এমন নয়,বরং যেখানেই সুযোগ হবে সেখানেই রিযিক তালাশ করার কথা অাল্লাহ বলেছেন। রিযিক মানে এ নয় যে মাসে অনেক টাকা ইনকাম করতে হবে,বরং প্রয়োজন মত হয়ে গেলেই ব্যস।বর্তমানে বিদেশ প্রয়োজনীয় রিযিক তালাশের জন্য যাওয়া হয় না বরং ধনী হওয়ার জন্য অনেক টাকার মালিক হওয়ার জন্য যাওয়া হয়।
শরীয়ত অনুমোদিত কোনো কাজে মা-বার আদেশ নিষেধ মান্য করা অবশ্যই সবার উপর ওয়াজিব।তবে শরীয়ত অনুমোদিত না হলে ওয়াজিব হবে না।কেননা নবীজী সাঃ বলেনঃ
: ( ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ ) ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ( 7257 ) ﻭﻣﺴﻠﻢ ( 1840 ) ،
অবৈধ কাজে কারো বিধিনিষেধের অনুসরণ-অনুকরণ করা যাবে না।শুধুমাত্র বৈধ কাজ সমূহে অনুসরণ-অনুকরণ করা হবে। (সহীহ বুখারী-৭২৫৭)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1064
সু-প্রিয় পাঠকবর্গ!
(১)
আপনি যদি বিদেশে মাতাপিতার কথামত যেতে চান, তাহলে স্ত্রীর অনুমতি নিয়েই যেতে হবে। কেননা ৪ মাসের ভিতর একবার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় অতিবাহিত করা স্বামীর উপর ওয়াজিব। স্ত্রীর ব্যাপারে আশংকা থাকলে অথবা স্ত্রী অনুমতি না দিলে আপনি দেশেই থাকবেন।দেশের মধ্যেই আপনি কোনো হালাল ইনকামের চেষ্টা করবেন।
(২) আল্লাহ পাক যে কাজ জায়েয রেখেছেন, বাবা মা সেই কাজ যদি নিষেধ করে, তাহলে সেই কাজ করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1722
(৩) যে কাজগুলো মাকরূহ বাবা মা নিষেধ করলে সেই কাজ করা যাবে না।