আসসালামুয়ালাইকুম। হুজুর, আমার কিছু প্রশ্ন ছিলো।
১- হুজুর, আমি উদ্দেশ্য না করে আবার কাউকে বোঝানোর জন্য না, শুধু এমনিতেই যদি বলি, "তোমাকে________ লাম" এখানে এটা বলার দারা কি বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে?
২- হুজুর নিজের শুনলে কি সমস্যা হবে যদি উদ্দেশ্য না করে ওই কথা বলি।
৩- হুজুর একবার মনে হচ্ছে নিজের কানে শুনছি, আবার মনে হচ্ছে নিজ জ্ঞানে কখোনো নিজ কানে শোনার মতো জোরে জোরে বলবো না, এক্ষেত্রে কি ধরবো আমি।
৪- হুজুর আমি ওয়াসওয়াসার কারনে উক্ত চিন্তা করে জীহবা নাড়ায়ে বলে ফেলি, এক্ষেত্রে আমি যদি উক্ত কথার মাঝে উদ্দেশ্য থাকলে এবং জোরে বলে ফেলার কারনে, ওয়াসওয়াসার কারনে জোরে বলে ফেলার কারনে কি সমস্যা হবে?
৫- হুজুর, আমার মনে হচ্ছে আমি কোনোবারো উদ্দেশ্য করে বলি নি, আবার মনে হচ্ছে বলেছি হয়তো কিন্তু ভুলে গেছি, এক্ষেত্রে আমি কি করবো?
৬- হুজুর ১০০% শিউর না হলে পতিত কি হবে?
৭- হুজুর অনেক জায়গায় দেখি ভুলে গেলেও পতিত হয়ে যায়, কিন্তু আবার অনেক জায়গায় দেখি, ভুলে গেছে মানে সন্দেহ, আবার অনেক সময় ঘটনা ঘটার পরে ভুলে যায়, কিন্তু উক্ত ব্যক্তি ঘটনা ভুলে গেলে সেটা ওয়াসওয়াসা বলা হয়, এখন কেমন যেন মনে হয়, সুবিধা নিচ্ছি, এই জিনিসটা একটু বুঝাই বলবেন প্লিজ।
৮- আমার একটা মনের মধ্যে মনে হচ্ছে যে, আমি কখনোই উদ্দেশ্য করে বলিনি, কিন্তু ওয়াসওয়াসার কারনে যদি উদাহরণ এসে যায় এবং বলে ফেলি, এক্ষেত্রে কি হবে?
৯- হুজুর - মুল ঘটনাটা এমন যে, আমি কেনায়া নিয়ে ভাবতে থাকি তখন মুখে জিহবা নড়ছিলো খেয়াল করিনি,নিজের কানে শোনার মতো আওয়াজ হচ্ছিলো কিনা খেয়াল করিনি, তখন ভাবতে ভাবতে, তোমাকে_________ লাম এই কথাটা ভাবি এবং তখনই মনে হয় এটা আমি কি বললাম, চেক করার জন্য জীহব্বা নাড়ায়ে বলি, নিজের কানে শোনার বিষয় জানতামনা তখন। পরবর্তীতে ভাবতে থাকি যে আওয়াজ হলো কিনা,ভাবতে গিয়ে অনেকবার বলছি জীহব্বা নাড়ায়ে, ভয় হলো যে পতিত হলো কিনা, তখন উক্ত কথার শেষে "এগুলা বলা ঠিকনা" যুক্ত করে জীহব্বা নাড়ায়ে বলি, স্ত্রীকে অনেকবার বলেছিলাম যে, দেখোতো কিছু শোনো কিনা, (সম্ভাবত অন্য কোনো সেফ বাক্য বলেছিলাম) সে বলে যে খুব অল্প আবছা আবছা, একটা বোঝা যায় একটা যায় না, আবার বলে কিছুই বোঝা যায় না, আবার বলে উপ উপ এরকম আওয়াজ শুধু শোনা যায়।এর পরে জানতে পারি যে নিজের কানে শুনলেই হবে, এর আগেতো আমি খেয়াল করিনি যে নিজের কানে শুনছি কিনা। ভয় হলে ফোনের রেকর্ডার দিয়ে রেকর্ড করে শুনি, খুব আস্তে শোনা যায় আবার যায়ও না। আমি ১০০% শিউর না যে ওরকম জোরে বলছি কি না। এখন হুজুর এই পুরো ঘটনায় বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে?
১০- হুজুর উদ্দেশ্য ছিল কি না ১০০% শিউর না, আবার নিজ কানে শুনছি কি না এটাও ১০০% শিউর না, এখন আমাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক আছে?
১১- বলছি যে শিউর না, বাইচান্স যদি ওয়াসওয়াসায় পরে হোক বা যেকোনো ভাবো হোক (আল্লাহ না করুন) যদি কোনো ভাবে উদ্দেশ্যসহ নিজের কানে শোনার মতো জোড়ে বলে ফেলি, কিন্তু মনে করতে পারছিনা, এক্ষেত্রে কি হবে?
হুজুর, আমার মনের অবস্থা খুবই খারাপ। প্রথম থেকেই ওকে হারানোর মন থেকে কোনো ইচ্ছে নেই এবং মন থেকে মানে একদম মনের গভির থেকে ওগুলো বলারো কোনো ইচ্ছে নেই। হুজুর দয়া করে প্রশ্ন গুলো মনোযোগ দিয়ে উত্তর দিয়েন। হুজুর আমি কান্না করে পাগল হয়ে যাচ্ছি। হুজুর আমার জন্য দোয়া করুন, যাতে আমাদের সম্পর্কে কোনো সমস্যা না হয়।