আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ
আমি একটি বিড়াল পালি,এক মাস বয়সী এই বিড়াল সবসময় বাসাতেই থাকে। পাতলা পায়খানা হলে অনেক সময় একটু পায়খানা তার পায়ে এবং পায়খানার স্থানে লেখে থাকে।আমি ৩ টুকরো ভেজা কাপড় নিয়ে তার পায়খানা লেগে থাকা স্থান মুছে দেই যদিও বিড়াল নিজেকে পরিষ্কার রাখে তাও । আবার অনেক সময় আমি খেয়াল করার আগেই পায়খানা করে ঘরে ঘুরে আমি পরে দেখতে পাই সামান্য লেগে আছে
১.আমার ভেজা কাপড় দিয়ে ৩ বার মোছাতে কী সে পবিত্র হয়?
২.সামান্য পায়খানা লেখে থাকা অবস্থায় তার বাসায় বিচরনে যে নাজাসাত লেগে যায় তাতে আমি এখন কী করব?
৩.আলহামদূলিল্লাহ বিড়াল পবিত্র প্রানি,তাহলে নাজাসাতের ক্ষেত্রে কোনটা আমার সন্দেহ কেমনে বুঝবো?