★৩.১
https://ifatwa.info/66090/ এই লিংকের তিন নম্বর উত্তর এটা।
শিরক বলতে যেটি শিরকে আকবর তথা বড় শিরক,সেটি করলে ঈমান নষ্ট হয়ে যাই।
তবে ছোট শিরক করলে ঈমান চলে যায়না।
সেক্ষেত্রে কবিরা গুনাহ হবে। ঈমান থাকবে।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
১.১
হুযুর আমার বিষয় টা ভালো করে বুঝবেন ,
আজ থেকে ৩ বছর আগে আমি ভীষন মানসিক রুগী হয়ে যায়, মানুষ দেখলে ভয় লাগতো, মাথা ঘোর হয়ে থাকতো , চোখে ঘোর দেখতাম । খুবই মানসিক সমস্যা এর মধ্যে ছিলাম ।
অনেক ডাক্তার দেখিয়েছ , অনেক গ্রামের মানুষের কাছে ও দেখিয়েছি। কিছু মানুষ বললো জিন ঘটিত রোগ । দিয়ে একজন এর কাছে যেতে বললো
যার কাছে যেতে বললো তার কাছে নাকি একটা জিন আছে ,
সেই জিন কে ওই মেয়েটা আব্বু বলে ডাকতো ।
যখন আমি গেলাম ওই মেয়েটার কাছে তখন ঐ মেয়েটা বললো আব্বু জি ঠিক করে দিবেন । বলে একটা কাচের সামনে দাড়িয়ে আমাকে বলতে বললো " বলো আব্বু জি আমাকে ভালো করে দাও"
আমি সেই সময় খুব মানসিক রুগী , মাথায় ঘোর হয়ে ছিল , আমি প্রতিউত্তর এ মেয়ে টাকে বললাম যা চাইবো আল্লাহ র কাছে চাইবো। কে আব্বু জি । ***তখন মেয়েটা বললো আল্লাহর কাছে তো চাইছো*** । আব্বু জি তোমাকে সুস্থ করে দিবে। আব্বু জি কে বলো তাই বলতে বললো আমি তখনও খুবই খারাপ অবস্থা তাও মনে অনেক দ্বিধা আসলো। আমি আল্লাহর কাছে মাফ চেয়ে মেয়েটা র কথা শুনে বললাম আব্বু জি আমাকে সুস্থ করি দাও। (আস্তাফিরুল্লাহ আমি বুঝতে পারনি হুজুর আমি অসুস্থ ছিলাম ,************************ আর ভেবেছিলাম আল্লাহর কাছে চাইছি ওর মাধ্যমে সুস্থ হয়ে যাবে হয়ত আল্লাহ ই সুস্থ করবে)******** হুযুর আমি বলতে চাইনি । দিয়ে মেয়েটা তেল পড়া, আর পানি পড়া খেতে দিয়েছিল। অমর অবস্থা খুব খারাপ ছিল তাও আমি ওর বিরোধিতা করেছি । আমি জানি যা চাইবো আল্লাহর কাছে চাইবো। সেই সময় অসুস্থ ছিলাম তাই মেয়েটার চক্করে পরে এমন হয়েছে, মেয়েটা আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে এমন হয়েছে। আমি খুব তওবা করেছি মাফ chey chi আল্লাহর কাছে।
১. হুযুর আমার ঈমান চলে গিয়েছে? আমার আমল নষ্ট হয়ে গিয়েছে??
২. আরো অনেক কবিরাজ দেখিয়েছি যাদের কাছে জিন আছে , অসুস্থ অবস্থায় আমি toh কিছু বুঝতে পারিনি হুযুর।
আরো একটা কবিরাজ বলছিলো তুমি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে অমর মা কে কি দিবে তাই বললো মা বলতে লোকটা জিন কে বুঝিয়েছে , । দিয়ে আমার কাছে চেয়েছে টাকা নিয়েছে , আর বলেছিল সুস্থ হলে ও যে জায়গায় থাকে সেখানে পাকা করি দিতে হবে। আমিও উত্তরে হা বলেছিলাম।
হুযুর আমি অনেক তওবা করেছি। মাফ চেয়েছি। আমি অসুস্থ ছিলআম।
২.১হুযুর ২ নম্বর প্রশ্নের মতে করিরাজ এর কাছে গিয়েছিলাম তাবিজ দিয়েছিল, পরে আমি তাবিজ খুলে ফেলে দিয়েছি শিরক হবে বলে। এক্ষেত্রে কি আমার শিরক হবে? আমল নষ্ট হবে? ঈমান চলে যাবে?
আর ১ নম্বর প্রশ্নের মতে আমার মাথা তে ঘোর ছিল অনেক সমস্যা ছিলাম । ভুল হয়েছে আমি মাফ চেয়েছি । আমি অসুস্থ ছিলাম হুযুর খুবই মানসিক অসুস্থ।
১.@@ এর জন্য কি আমার ঈমান চলে গিয়েছে আমার আমল নষ্ট হয়ে গিয়েছে??আমিও অনেক মাফ চেয়েছি ২ বছর ধরে তওবা করেছি।
২.@@ আমার আব্বু অনেক মসজিদ a মানত করেছিল আমি যদি সুস্থ হয়ে যায় তাহলে কিছু দিবে ।অবশ্য আমি সুস্থ হওয়ার পর ওয়াদা পূরণ করেছে । এই রকম যে আমার ছেলে সুস্থ করে দাও আল্লাহ , আমি এই মসজিদ এ এটা দিবো। বা মানুষ খাওয়াবো।
এটা কি শিরক হয়েছে? ওর জন্য কি আমল নষ্ট হবে?
৩. এই রকম অনেক কবিরাজ দেখিয়েছি এর জন্য কি শিরক হবে? আমর সমষ্ট আমল নষ্ট হয়ে যাবে??
আমি তখন খুবই মানসিক রুগী ছিলাম , বুঝা যাচ্ছিলো না ডাক্তার এ র রোগ নাকি কবিরাজ এর ।
****@@@@ হুযুর আমার কি ঈমান চলে গিয়েছে , আমার আমল নষ্ট হয়ে গিয়েছে। হুযুর ভয় হচ্ছে খুব ঈমান এর। সাহায্য করেন আসা করি বুঝতে পেরেছি। এই রোগের জন্য কম বেশি এখনো ওষধ খাচ্ছি।
যেটা মানসিক রোগ ওয়াসওয়াসা।
3 বছর হয়ে গেল ঈমান চলে গেলে জীবন শেষ আমার হুজুর।
আমি তহ অসুস্থ ছিলাম, ধোঁকাবাজি তে পড়ে এমন হয়েছে আর তখন আমি সাভাবিক ছিলাম না।
সাহায্য করেন হুজুর
**"৩ বছর হয়ে গেল কত তৌবা করেছি , মাফ চেয়েছি। আমার আজ থেকে আগের সব আমল ঈমান নষ্ট হয়ে গেলো হুজুর???