আসালামুয়াাইকুম হুজুর,
আমি একজন ওয়াসওয়াসা রোগী, আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বুঝতে শিখেছি কিন্তু যখন ১৫ বছর বয়সের আগে ইসলামিক জ্ঞান না থাকার কারণে অনেক ভুল হয়েছে ।
উদহারন হিসেবে:--- পশ্চিমবঙ্গের কিছু কিছু স্কুল এ সকল ধর্ম কে সমান চোখে দেখতে বলে। এই শিক্ষা ই হয়ত আমার দ্বারা কিছু ভুল হয়েছে । যা আমার মনে পড়ে না । কিন্তু সন্দেহ হয়। অনেক চেষ্টা করেও মনে পড়ে না । হয়ত শিরক করেছি, বা ঈমান চলে যাওয়ার মত কাজ করেছি। সেগুলো একটাও মনে পড়ে না শুধু সন্দেহ হয়।
১. না জেনে বুঝে যদি এমন হয় তাহলে কি আমার ঈমান চলে যাবে??
২. যদি কোনো কাজ করেছি ছোটো বেলায় বা ১৩ থেকে ১৪ বছর বয়সে ইসলামিক জ্ঞান ছিল না তখন যদি শিরক বা ঈমান হারানো কাজ করে থাকি সে গুলো মনে পড়ছে না । এর জন্য কি ঈমান চলে যাবে?
এর জন্য অনেক তৌবা করেছি। মাফ চেয়েছি যেদিন থেকে বুঝতে শিখেছি।
৩. না জেনে না বুঝে শিরক করলে , কি ঈমান চলে যায়?
*৩.১শিরক হয়ে গেলে কি ঈমান নষ্ট হয়ে জাই?????। নাকি শিরক একটা বড় কবিরা গুনহা। ঈমান থাকবে??
অনেক দিন আগের ঘটনা আমার একটা শিরক নিয়ে সন্দেহ আছে, আমি কাজ টা করার সময় ও আল্লাহর কাছে মাফ চেয়েছি করে ও মাফ চেয়েছি তৌবা করেছি , ওই পথে আমি র কখনো যাইনি । তাহলে কি আমার ঈমান চলে যাবে??
হুজুর মেহেরবানি হবে একটু বুঝিয়ে বললে।
৪.আমার আফসোস আমি আগে বুঝিনি কোনটা শিরক কিসে ঈমান চলে যায় এখন ওয়াসওয়াসা আর কারণে অনেক কিছু মনে হয় কিন্তু মনে পড়েনা।
এর জন্য কি আমার আখন আমার ঈমান চলে যাবে??
৫.আমি অনেক তৌবা করেছি হুজুর। ভয় হচ্ছে সমস্ত আমল কি নষ্ট হয়ে গিয়েছে??