আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
ইদানীং তেলাওয়াতের সময় উচ্চারণ এ কিছুটা কষ্ট হয়,বিশেষ করে আইন,হা,আর ক্বফ এ।নামাজের মধ্যেও উচ্চারনে একটু কষ্ট হয়ে যায়,অনেক সময় নামাজ টা খুব দীর্ঘ লাগে উচ্চারনের সমস্যা র জন্য,।তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করি ঠিক মত পড়ার।
এর আগে যতবার ই কিছু নিয়ে ইস্তেখারা করা হয়েছে, বিষয় গুলো জানতে পেরেছি। কিন্তু এইবার ৪/৫ দিন একটানা ইস্তেখারা করার পরেও কোনো ভাবেই ইস্তেখারা র ফলাফল জানতে পারলাম না।
১/ ,আমার নামাজের উচ্চারণ এর সমস্যার কারনে কি ইস্তেখারা করেও ফলাফল পাইনি, বিষয়টা কি এমন? শায়খ,ইচ্ছা করে তো উচ্চারণে ভুল করি না, ভুল বলতে গেলে অনেক বার ট্রাই করার পর মনে হয় যে উচ্চারন একটু শুদ্ধ হয়েছে। এই বিষয়ে কি করণীয়?
২/শায়খ, ইস্তেখারা করেও কোনো ফলাফল না পাওয়া টা কি কোনো অর্থ বহন করে? মানে আকাংখিত বিষয়ের ফলাফলের মত কাজ করে কি?
৩/ ইস্তেখারার ফলাফলের জন্য আরো কিছুদিন অপেক্ষা করা কি ভালো হবে? এখন কি করলে উত্তম হবে আমার জন্য?
শায়খ,দয়া করে উপরোক্ত বিষয় গুলো একটু ক্লিয়ার করলে উপকৃত হব।