১.আসসালামু ওয়ালাইকুম, মিউকাস প্লাগ যাওয়ার সময় হালকা রক্ত দেখা গেলে এরপর নামাজের ওয়াক্ত হলে কি নামাজ আদায় করা যাবে??
প্রসবকালীন সময় কোন অবস্থা পর্যন্ত নামাজ ফরজ থাকে??
২.আসসালামু আলাইকুম, আমার পিরিয়ড অনিয়মিত। অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি ফলে এখন পিরিয়ড হলেও ডেট প্রতিবার চেন্জ হয়।তো গতমাসে আমার পিরিয়ড শুরু হয়ে প্রায় ১৪/১৫ দিন এর মত ছিল ফলে আমি ১০ দিন পিরিয়ত হিসেবে ধরি। এরপর ১০/১২ দিন পর আবার পিরিয়ড শুরু হয়ে এখনও চলছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে
১.আমি কবে থেকে এই মাসে পিরিয়ড মনে করব ১৫ দিন পর নাকি গত মাসে যে তারিখে পিরিয়ড হয়েছিল ওই তারিখ?
৩.আসসালামু আলাইকুম।
স্কুল কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনে আমি সাহায্য করতাম। ডেকোরেশনে ব্যবহার করা কাঁচি, বেচে যাওয়া রং বা কাগজ এগুলো যারা কাজ করতাম তারা বাসায় নিয়ে আসতাম।এগুলো অনুষ্ঠানের জন্য স্টুডেন্টদের থেকে তোলা চাঁদা দিয়ে যেহেতু কেনা হতো, এভাবে কাজ শেষে ঘরে আনায় কি আমার গুনাহ হয়েছে? যদি গুনাহ হয়ে থাকে , আমি যদি আনুমানিক টাকা সওয়াবের আশা ছাড়া গরীবদের দান করি তবে কি আমি গুনাহ মুক্তির আশা করতে পারি?
৪.আসসালামু আলাইকুম।
আমি সামনের মাসে বিদেশে পরতে যাব ইন শাআ'আল্লাহ।
এই ক্ষেত্রে, যাওয়ার সময় এবং যাওয়ার পর কসর সালাতের বিধান জানতে চাচ্ছি।
আমার ১৫ ঘণ্টা প্লেন এর সফর আছে। তখন ওই ১৫ ঘণ্টায় বেশ কিছু দেশের উপর দিয়ে প্লেন যাবে, মানে অনেক গুলো সালাতের সময়ের একটি মিস্রন হবে। এই ক্ষেত্রে আমি নামায গুলো কিভাবে পরব? নাকি আমি আমার গন্তব্বে পৌঁছে ক্বাযা আদায় করবো? নাকি প্লেনে পরব? প্লেনে পরতে হলে আমি কিবলা মুখ ধারন কিভাবে করবো যেহেতু প্লেন ডান/বাম মুভ করার সময় খুব একটা টের পাওয়া যায়না।
গন্তব্বে পৌঁছানর পর আমাকে কতদন কসর পরতে হবে?
উপরের উত্তর গুলো যানা আমার জন্য ভীষণ দরকার যেহেতু কয়েক সপ্তাহ এর মধ্যে আমি রওনা দিব।
৫.আসসালামু আলাইকুম
বিবাহিত দম্পতি ইন্টারকোর্স করলে ফরজ গোসল করতে হবে জানি।
যদি পুরো ইন্টারকোর্স না হয়, শুধু বিভিন্ন সময়ে আনুষাঙ্গিক কিছু ভালোবাসা আদান প্রদানের কারণে,চুমু খাওয়ায় কারনে, ফোরপ্লে করার কারণে,,বিশেষ করে হাসবেন্ড বাইরে থাকলে ফোনে সেক্স্যুয়াল কথাবার্তা বললে লজ্জা স্থান থেকে যে তরল পদার্থ নির্গত হয়,তা কাপড়ে লাগলে কি সে কাপড় পুরো ধুয়ে ফেলতে হবে? নাকি শুধু যে স্থানে লেগেছে তা ধুয়েও চলবে? সেক্ষেত্রে কি ফরজ গোসল করতে হবে?
দয়া করে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন।
জাযাকাল্লাহু খাইরান।
আসসালামু আলাইকুম। প্লিজ দ্রুত জানাবেন। আমি একটা পেজ খুলেছি। পেজে আমি আরেকজনের কিছু পণ্য রাখি। আমার কাছে যা অর্ডার আসে, তা মূল মালিক পাঠিয়ে দেয়, আমি পাইকারি দামটা তাকে দিয়ে দিই। পণ্য আমার হাতে আসে না। মূল সোর্স হতে কাস্টোমারের কাছে আমার পেজের নামে যায়। এভাবে সেল করা কি জায়েজ হবে? পণ্যে খাদ্যদ্রব্যও থাকে। স্টক করার মত মূলধন আমার কাছে নেই।