আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
172 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম।

কুরআন,হাদিসের রেফারেন্স উল্লেখসহ
উওর দিবেন।

(মাযহাব ব্যবহার করলে সৌদি আরববের হাম্বলি/মক্কা-মদীনার চূড়ান্ত স্থায়ী ফতোয়া )

ফাজরের ওযু করার সময়টায় মাঝখানে (

সম্ভবত মুখ ধোয়ার পর/কনুইসহ হাত ধোয়ার পর) থুথু ফেললে থুথুর সাথে খুব

সামান্য পরিমান রক্ত দেখলাম, তারপর ওযু সমাপ্ত করলাম,ফাজরের সালাত সমাপ্ত

 করলাম, এতে কি ওযু ভেঙ্গেছে?

1 Answer

0 votes
by (58,830 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

থুথুর সাথে যদি রক্তের পরিমাণ বেশি হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,

عَنِ الْحَسَنِ فِي رَجُلٍ بَزَقَ فَرَأَى فِي بُزَاقِهِ دَمًا، أَنَّهُ لَمْ يَرَ ذَلِكَ شَيْئًا حَتَّى يَكُونَ دَمًا غَلِيظًا، يَعْنِي فِي الْبُزَاقِ

‘হাসান বসরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি তার থুথুতে রক্ত দেখে তাহলে থুথুতে রক্তের পরিমাণ বেশি হওয়া পর্যন্ত তা কোনো সমস্যা করবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩০]

অন্য এক হাদিসে এসেছে,

عَنْ إِبْرَاهِيمَ فِي الرَّجُلِ يَبْزُقُ فَيَكُونُ فِي بُزَاقِهِ الدَّمُ، قَالَ: إِذَا غَلَبَتِ الْحُمْرَةُ الْبَيَاضَ تَوَضَّأَ، وَإِذَا غَلَبَ الْبَيَاضُ الْحُمْرَةَ لَمْ يَتَوَضَّأْ

‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি থুথুতে রক্ত দেখে এবং রক্ত যদি থুথুর উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে। আর যদি থুথু রক্তের উপর প্রবল হয় তাহলে অজু করতে হবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩৩২]

ওযু ভঙ্গের জন্য গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হতে হবে। আর থুথুর সাথে রক্ত দেখা দিলে থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি অথবা সমান হতে হবে। নতুবা ওজু ভাঙবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা : ১৩৩৯, ১৩৪৪; কিতাবুল আছল : ১/৪৪; বাদায়িউস সানায়ি : ১/১২৫; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ১৩২; ফাতাওয়া খানিয়া : ১/৩৮; আত-তাজনিস ওয়াল মাযিদ : ১/১৪৭; আদ্দুররুল মুখতার : ১/১৩৮)

সুতরাং থুথুতে যদি রক্তের পরিমাণ কম হয় তাহলে অজু ভাঙ্গবে না। তবে থুথুর সাথে রক্ত দেখা দিলে থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি অথবা সমান হলে অজু ভেঙ্গে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...