ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আপনার আম্মু ........... উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিছু দিন পর ওনার ট্রেনিং আছে।এখন ট্রেনিং এর জন্য উনি আপনাকে অনলাইন থেকে স্কুলের কিছু বই নামিয়ে দেয়া জন্য বলেছেন।
এখন ওনাকে এই কাজে অর্থাৎ বই নামিয়ে দিতে পারবেন।
(২)নাপাকি সংক্রান্ত-ধরুন দুইটা কাপড়।একটার রং লাল অন্যটার রং সবুজ।এখন, লাল কাপড়ে নাপাকি লেগে পানির বর্ণ দেখা যাচ্ছে।এই লাল কাপড়ের নাপাক স্থানে, সবুজ রঙের একটা কাপড়ের হালকা ছোঁয়া লেগেছে।কিন্তু সবুজ কাপড়ে নাপাকির কোনো রঙ দেখা যাচ্ছে না।
সবুজ কাপড়টা তাহলে নাপাক হবে না।
(৩)
সবচেয়ে সহিহ শুদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে তাবারি। আর মা'রিফুল কুরআন তাফসীরে তাবারি ও দুররে মানছুর ইত্যাদির আলোকে লিখিত।