আসসালামু আলাইকুম হুজুর,আশাকরি ভালো আছেন।আলহামদুলিল্লাহ হুজুর আমি গতকাল থেকে অনেক ভালো আছি এবং রাতের ঘুম ভালো হইছে।অর্থাৎ চিন্তামুক্ত থাকতে পারতেছি।হুজুর সেই প্রশ্নের জবাব টা একটু দিবেন,,,,দ্রুত পাইলে খুবই ভালো হতো।এরপরো আপনাদের সুযোগ বুঝে দিয়েন।শুকরিয়া
হুজুর এটা আমার গতকালের প্রশ্ন ছিলো
https://ifatwa.info/64956/
হুজুর আপনি ২নং জবাব দিয়েছিলেন এভাবে ❝ স্পষ্ট মুখে উচ্চারণ এর পর সেটির খেলাফ বা বহির্ভুত কোনো নিয়ত থাকলে সেটি গ্রহনযোগ্য হবেনা।
তবে এর পক্ষে কোনো নিয়ত থাকলে বা কোনো ছুরতকে বাদ দেয়ার নিয়ত থাকলে সেই নিয়তটি গ্রহনযোগ্য হবে।❞
হুজুর আমি প্রশ্নের জবাব টা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু কিছুটা সংশয় /ওয়াসওয়াসা মনে দানা বাধতেছে,,সেজন্য কমেন্ট করেছিলাম.... জবাব পাইনাই।সেজন্য এখানে বিস্তারিত প্রশ্ন করলাম।
১/হুজুর আমি যা বুঝছি সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম,,,
আমি মুখে যা উচ্চারণ করছি তার মধ্য থেকে যদি কোনো নিয়্যাত থাকে তাহলে সেটা ধর্তব্য হবে অর্থাৎ "সত্যিকারের উলঙ্গ নর-নারীর" মধ্য হতে অন্য কোনো নিয়্যাত থাকলে বা তার মধ্য হতে কোনো ছুরত বাদ দেয়ার নিয়্যাত থাকলে সেইটা ধর্তব্য হবে।
২/আর আমি মুখে যা উচ্চারণ করিনাই বা মুখে যা উচ্চারণ করেছি সেটার বিপরীতে কোনো নিয়্যাত থাকলে সেটা ধর্তব্য হবেনা অর্থাৎ আমি বলছি "সত্যিকারের উলঙ্গ নর-নারীর কথা" এখানে কার্টুন বা এই ধরনের কোনো কিছুর নিয়্যাত থাকলে ধর্তব্য হবেনা,তাইনা? কারন এখানে তো আমার মুখে উচ্চারণ কৃত শব্দের বাহিরের কর্ম অর্থাৎ "সত্যিকারের উলঙ্গ নর-নারীর ছবি,ভিডিও এমন কিছু না দেখা" আর কার্টুন এর মধ্যে সত্যিকারের কিছু পাওয়া যায়নাই সেজন্য নিয়্যাত ধর্তব্য হবেনা,,ঠিক তো? নোটঃ(যদিও কোনো নিয়্যাত মনে ছিলোনা কিন্তু ওয়াসওয়াসা আসে যদি নিয়্যাত থাকে বা এর দ্বারা যদি এইটা বুঝাস, সেইটা বুঝাস ইত্যাদি।সেজন্য প্রশ্ন করলাম।কারন নিয়্যাত তো দিলে থাকে সেজন্য ওয়াসওয়াসা আসে)
৩/সেম ভাবে এখানে নিজে দেখার কথা বলা হয়েছে সুস্পষ্ট ভাবে সুতরাং পাঠানোর দ্বারা বা কাওকে দেখতে বলার জন্যে কোনো নিয়্যাত করলে সেটা ধর্তব্য হবেনা তাইনা? কিন্তু দেখার মধ্যে যদি কোনো নিয়্যাত থাকে বা কোনো ছুরত বাদ দেয়ার থাকে তাহলে সেই নিয়্যাত ধর্তব্য হবে?
নোটঃ(যদিও কোনো নিয়্যাত মনে ছিলোনা কিন্তু ওয়াসওয়াসা আসে যদি নিয়্যাত থাকে বা এর দ্বারা যদি এইটা বুঝাস, সেইটা বুঝাস ইত্যাদি।সেজন্য প্রশ্ন করলাম।কারন নিয়্যাত তো দিলে থাকে সেজন্য ওয়াসওয়াসা আসে).......... হুজুর আমার মাথায় যা আসলো আমি বিস্তারিত ভাবে আলোচনা করলাম।হুজুর আমার পয়েন্ট গুলি ধরে একটু জবাব দিবেন।
৪/আরেকটা ওয়াসওয়াসা ছিলো মনে সেদিন প্রশ্ন করেছিলাম।সত্যিকারের উলঙ্গ নর-নারীর ছবি ভিডিও দেখবোনা কিন্তু নিজ স্ত্রি কে এই অবস্থায় দেখলে কোনো প্রবলেম হবেনা বলেছেন।কিন্তু কেনো??শুধু মনে প্রশ্ন আসলো তাই জিজ্ঞাসা করলাম।আর হ্যা এখানে অবশ্যই আমার নিজ স্ত্রি নিয়্যাতের মাঝে ছিলোনা।
৫/হুজুর আমার মনের ভিতর ওয়াসওয়াসা আসে যে তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করেছো সেটা করোনাই কিন্তু অন্য গুনাহ যদি তোমার নিয়্যাত থাকে তখন! হুজুর আমি তো আমার নিয়্যাতের ব্যাপারে সন্দেহে পতিত হবো এখন,,,হুজুর আমার দিলে তখন কোনো নিয়্যাত ছিলোনা যে কার্টুন দেখবোনা বা এই টাইপের কোনো গুনাহ করবোনা ইত্যাদি এগুলার কোনো নিয়্যাত ছিলোনা ১০০%। যদি নিয়্যাত থাকে তাহলে শুধুমাত্র এই নিয়্যাত থাকতে পারে যে "সত্যিকারের উলঙ্গ নর-নারীর কোনো কিছুই দেখবোনা" অর্থাৎ ছবি ভিডিও হ্যান ত্যান নেটে যা থাকে। তো হুজুর আমি তো নিয়্যাতের ব্যাপারে সন্দিহান হয়ে পরবো,,,হুজুর আমার কি এই খেত্রে কোনো সমস্যা হবে?তালাক হবে? আমি কি নিশ্চিন্তে থাকতে পারবো? হুজুর আমি সবি বুঝি তবুও ভাবি একটু হুজুরের নিকট প্রশ্ন করে নেই,,,,তাইলে দিল শান্তি পাইতো,ওয়াসওয়াসা দূর হইতো।
৬/হুজুর আমি মনে প্রানে বুঝি বা বিশ্বাস করি যে এগুলা আমার ওয়াসওয়াসা এবং অযথাই এগুলা প্যাচায় মনের ভিতর সন্দেহের দানা বাধাচ্ছি এবং অসুস্থ হচ্ছি...তবুও ওয়াসওয়াসা থেকে বের হতে কষ্ট হচ্ছে।আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থতা লাভ করবো।অনেকটাই বুঝে আসছে আমার।মনের ভিতর যাতে আর খটকা না আসে সেজন্য প্রশ্ন করলাম। দোয়া চাই।আর হুজুর ওয়াসওয়াসা আসলে কিভাবে নিজের মনকে সান্ত্বনা দেয়া যায় সেইটা বলবেন এবং শরিয়ত আমাদের জন্যে কি সুযোগ দিছে সেটা জানিয়ে রাখবেন।
জাজাকাল্লাহ