আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের মধ্যে অনেকেই আছি যারা কুরআনের তেলাওয়াত শুনতে অনেক পছন্দ করি।হায়েজ অবস্থায় কুরআনের তেলাওয়াত শোনার বিধান কি?
কোন অডিও বা ভিডিও তেলাওয়াত শোনার পর কেউ যদি জানতে পারে তেলাওয়াতে সিজদার আয়াত ছিলো,কিন্তু ওই সময় সে হায়েজ অবস্থায় ছিলো। সেক্ষেত্রে তার করনীয় কি?
করনীয় না জানার কারনে,নিজেকে অপবিত্র ভেবে সে যদি সিজদা না করে এবং পরে ভুলে যায় সেক্ষেত্রে সে কি গুনাহগার হবে?