ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমাদের দেশে প্রাকৃতিক যে সব সম্পদ রয়েছে, তা উন্নত বিশ্বের অনেক দেশেই নাই, তারপরও কেন আমাদের উপর ঋণের বোঝা থাকবে? এর উত্তর হচ্ছে দুর্নীতি! এই দুর্নীতি বন্ধের দায়িত্ব সরকারের। সরকার কেন দুর্নীতির মূলোৎপাটন করছে না? না পারলে কেন ক্ষমতা হস্তান্তর করছে না? ক্ষমতায় যে দলই থাকুক না কেন? আমাদের প্রশ্নটা এখানেই।
যদি দুর্নীতি বিহীন রাষ্ট্র পরিচালনা হতো তাহলে আমাদেরকে ঋণের বোঝা বহন করতে হতো না। দ্বিতীয়ত এই ঋণ তো একদিন না একদিন পরিশোধ হবেই বা মাফ চেয়ে নেয়া হবে।কাজেই এসব কারণে মানুষ মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় ঋণের জন্য প্রশ্ন করা হবে না।