ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি আপনার বউকে SMS এর মাধ্যমে 26.07.2022 তারিখে বলেছেন, "শুধু তালাক দিলাম" এখানে এক তালাক বা দুই তালাক কিছুই আপনি বলেননি, তারপর 30.07.2022 তারিখে তার সাথে রাত্রিযাপন করছেন।
এবং পরবর্তীতে আপনি চাকরিতে চলে যান, তখন তাকে অনেক বার বলেছেন যে,
"আমি তোমাকে তালাক দেব" এবং আরও বলেছেন, "তোমাকে তালাক দিয়ে দিয়েছি"
এখানে "তোমাকে তালাক দিয়ে দিয়েছি" দ্বারা আপনার নিয়ত কি ছিল? সেটার উপর ফাতাওয়া নির্ভর করবে? যদি নতুন তালাক উদ্দেশ্য হয়, তাহলে প্রথমের এক তালাক এবং এই এক তালাক মিলে সর্বমোট দুই তালাক আপনার উপর পতিত হবে। আর যদি পূর্বের তালাকের কথা উদ্দেশ্য নিয়ে থাকেন, তাহলে সর্বমোট এক তালাক পতিত হবে।
★
আমি আমার বউ কে রাগের মাথায় তলাক দেয়ার উদ্দেশে যদি বাবা কে বলি, বাবা ওকে বের করে দেন বা বাদ দিয়ে দেন, তালাকের ব্যবস্থা করেন, বাবা রাজি না হয়, তাহলে তালাক হবে না।
★
তালাক দিয়েছি কিনা সন্দহে আছে, সেই ক্ষেত্রে তালাক হবে না। তাছাড়া এক মাসে একাধিক বার তালাক দিলে,যত তালাক দেয়া হবে, ততটিই পতিত হবে।
★
বিদাত কোন আমল কবুল হয় না, তবে বিদাত পদ্ধতিতে প্রদত্ব তালাক পতিত হবে, এটা এজন্য যে, মানুষকে গুলি করা হারাম। কিন্তু গুলি করার পরতো সে মরবেই। দেখেন, এখানে গুলি করা হারাম হওয়ার পরও মানুষ মারা যাচ্ছে।ঠিকতেমনিভাবে বিদাতি পদ্ধতি হওয়ার পরও তালাক পতিত হবে।