উস্তাদ, একজন আমার প্রতি অনেক জুলুম করেছে। আমার মাল নষ্ট করেছে। একদিন সে আমাকে বলল চল, আমরা দুজনে দুজনের প্রতি করা সকল জুলুম আর দাবি মাফ করে দিই। তখন তেমন কিছু চিন্তা না করেই নিজের লাভের জন্য আমি তাকে ক্ষমা করে দিই, সহীহ নিয়তে এবং মুখ দ্বারা সাক্ষ্য দিয়ে, যেহেতু আমি আমিও তাকে অনেক সময় কটু কথা বলে তিরষ্কার করেছিলাম। সেখানে কেবল সে আমি আর আল্লাহ ব্যতিত কেউ ছিলো না। তখন পর্যন্ত আমি জানতাম না যে সে আমার মাল নষ্ট করেছে। কিন্তু আমি জানা অজানা সকল কিছু মাফ করে দিয়েছিলাম।
সে এরপর বললো, "আমি তোমাকে ক্ষতিপূরন দিতে চেয়েছিলাম কিন্তু তারপর এই ফন্দি আটলাম। যেহেতু ফন্দি সফল হলো তাই আমার আর ক্ষতিপূরন দিতে হলো না। আল্লাহই এটা চেয়েছেন তাই এটা হয়েছে।" উল্লেখ্য, সেই মাল নষ্ট হওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছলাম। এমনকি শপথও করেছিলাম আমি কোনোদিন এই কাজ যে করেছে তাকে ক্ষমা করবো ন।
এর পর আস্তে আস্তে আমার তার করা সকল অন্যায় মনে পড়তে থাকে। আমি তাকে কোনোদিনই মন থেকে ক্ষমা করতে পারবো না। সে সেই প্রতিজ্ঞার পরও আমার প্রতি জুলুম করেছে। যে খুবই বদ প্রকৃতির একটি লোক। সে একটি মালের কথা স্বীকার করেছে না জানি আর কয়টি ক্ষতি সেই করেছে।
সে কি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে? হয়ে গিয়ে থাকলে আমার এই মনোকষ্ট কি আমার গুনাহর কারন হবে?
আমার কী করা উচিৎ, উস্তাদ?