ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইসলামী বিভিন্ন বই-পুস্তকে কোরআনের আয়াত এবং আরবি হাদিস থাকে। সেগুলো অযু ছাড়া ছোয়া যাবে। কেননা তাতে কুরআনের আয়াত নিতান্তই কম থাকে। তবে সরাসরি কুরআনের আয়াতের উপর হাত দেয়া যাবে বা স্পর্শ করা যাবে না।
(২)
'রাব্বী' অর্থ আমার রব্ব হয়।তাই কাউকে রাব্বী নামে ডাকা যাবে না।
(৩)
শয়তানের অস্তিত্ব রয়েছে। সে জ্বীনদের অন্তর্ভুক্ত। তবে কোনো মানুষ কখনো শয়তানকে দেখতে পারবে না।
(৪)
নামাযে সিজদায় গিয়ে কোরআনের দোয়া পড়া যাবে।তবে বাংলায় দোয়া করা যাবে না।
(৫)
ফজরের সালাতে বা তাহাজ্জুদে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে এলার্ম দিয়ে রাখা যাবে।
(৬)
গোসলের পর অযু করে নামায পড়তে হবে না,বরং গোসলই অযুর স্থলাভিষিক্ত হবে। হ্যা, গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব।
(৭)
জ্বী, দু রা'কাত নামাযে ১২ হাজারের বেশী মাসআলা রয়েছে। এটা সত্য।
(৮)
বিভিন্ন বই পড়তে গেলে ব্রিটিশ ব্যাক্তিদের নামের আগে 'Lord' লেখা থাকে সেটাও পড়তে হয়। 'Lord' অর্থ প্রভু। এ নামে তাদেরকে ডাকা যাবে না।
(৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/64544
(১০)
বড় ভাইকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে, আপনি প্রথমে ভাল ও উত্তম ব্যবহারের দ্বারা ভাইয়ের মনকে জয় করুন, তারপর সময় সুযোগ বুঝে তাকে ইসলামের দাওয়াত দিন।