আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


1. ইসলামী বিভিন্ন বই-পুস্তকে কোরআনের আয়াত এবং আরবি হাদিস থাকে। সেগুলো কি অযু ছাড়া ছোয়া যাবে?

2. 'রাব্বী' অর্থ যদি আমার রব্ব হয়। কারো নাম যদি রাব্বী হয় তাহলে কি তাকে ডাকা যাবে?

3. শয়তান কোনো ব্যাক্তি হিসেবে অস্তিত্ব আছে নাকি সেটা শুধু ধারণাগত এক প্রকার চিন্তা? যা অদৃশ্যে থেকে আমাদের পথভ্রষ্ট করে। 'মাহমুদ বিন নুর' রচিত "শয়তানের বিরুদ্ধে লড়াই" বইয়ে লেখক বলেছেন শয়তানের কোনো অস্তিত্ব-ই নাকি নেই। অনুগ্রহ করে এ সম্পর্কে কিছু বলুন।

4. নামাযে সিজদায় গিয়ে কোরআনের দোয়া পড়তে পারবো? আর সেখানে বাংলায় দোয়া করা যাবে?

5. ফজরের সালাতে বা তাহাজ্জুদে ঘুম থেকে উঠার জন্য কি মোবাইলে এলার্ম দিয়ে রাখা যাবে?

6. গোসলের পর কি অযু করে নামায পড়তে হবে নাকি গোসলেই অযু হয়ে যাবে?

7. আমি শুনলাম নামাযে নাকি ১২ হাজার মাসআলা, এটা কি সত্য?

8. বিভিন্ন বই পড়তে গেলে ব্রিটিশ ব্যাক্তিদের নামের আগে 'Lord' লেখা থাকে সেটাও পড়তে হয়। 'Lord' অর্থ প্রভু। এ নামে তাদেরকে ডাকলে শিরক হয়ে যায় না??

9. আমাদের মালিকানাধীন কিছু জমি আছে যেগুলো মুলত খাস, মানে দালিলিকভাবে আমাদের অধীনে নেই। এগুলো নদীর গতিপথ চেঞ্জ হওয়ায় নিয়ম অনুযায়ী আমাদের জমি বরাবর পেয়েছি। সম্প্রতি এই অংশ থেকে সরকার এক মুক্তিযোদ্ধাকে কিছু অংশ জমি দিবে বলে সীমানা নির্ধারণ করেছে। কিন্তু আমরা সেটা দিতে রাজি হইনি। তাই সীমানা নির্ধারিত খুটি, ওনি ওই জমিতে কলাগাছ লাগিয়েছিলেন সবকিছুই উপড়িয়ে ফেলি। আমার আব্বা-ভাই মামলা করেছেন জমিটার জন্য। আর অন্যান্য সব খাস জমি আমাদের অধীনে আনার জন্য চেষ্টা করছেন। এই সম্পূর্ণ খাস জমিটুকু আমাদের অধীনে আনাটা ইসলামের দৃষ্টিতে উচিৎ হবে? আমি আমার ফ্যামিলির ছোট সদস্য। আমাকে কেউ গুরুত্ব দেবে না কখনোই এসব বিষয়ে। আমার কথা কেউ শুনবে না। আমি এখন কি করতে পারি যদি জমিটুকু আমাদের জন্য হালাল না হয়? এই জমিটুকু যদি আমাদের অধীনে আসে তাহলে আমিও সেটার উত্তরাধিকারী হবো কিন্তু যদি হালাল না হয় তবে ধ্বংস এখন আমি কি করতে পারি???

10. আমার বড় ভাইকে কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি যিনি ইসলাম সম্পর্কে পুরোপুরি উদাসীন?

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইসলামী বিভিন্ন বই-পুস্তকে কোরআনের আয়াত এবং আরবি হাদিস থাকে। সেগুলো অযু ছাড়া ছোয়া যাবে। কেননা তাতে কুরআনের আয়াত নিতান্তই কম থাকে। তবে সরাসরি কুরআনের আয়াতের উপর হাত দেয়া যাবে বা স্পর্শ করা যাবে না।

(২)
'রাব্বী' অর্থ আমার রব্ব হয়।তাই কাউকে রাব্বী নামে ডাকা যাবে না।

(৩)
শয়তানের অস্তিত্ব রয়েছে। সে জ্বীনদের অন্তর্ভুক্ত। তবে কোনো মানুষ কখনো শয়তানকে দেখতে পারবে না।

(৪)
নামাযে সিজদায় গিয়ে কোরআনের দোয়া পড়া যাবে।তবে বাংলায় দোয়া করা যাবে না।

(৫)
ফজরের সালাতে বা তাহাজ্জুদে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে এলার্ম দিয়ে রাখা যাবে।

(৬)
গোসলের পর অযু করে নামায পড়তে হবে না,বরং গোসলই অযুর স্থলাভিষিক্ত হবে। হ্যা, গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব।

(৭)
জ্বী, দু রা'কাত নামাযে ১২ হাজারের বেশী মাসআলা রয়েছে। এটা সত্য।

(৮)
বিভিন্ন বই পড়তে গেলে ব্রিটিশ ব্যাক্তিদের নামের আগে 'Lord' লেখা থাকে সেটাও পড়তে হয়। 'Lord' অর্থ প্রভু। এ নামে তাদেরকে ডাকা যাবে না।

(৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/64544

(১০)
বড় ভাইকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে, আপনি প্রথমে ভাল ও উত্তম ব্যবহারের দ্বারা ভাইয়ের মনকে জয় করুন, তারপর সময় সুযোগ বুঝে তাকে ইসলামের দাওয়াত দিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...