আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
বিতিরের নামাজ এক রাকাত পড়ার অনেকগুলো হাদিস থাকলে কেনো আমরা হানাফি মাঝহাবের অনুসারীরা তিন রাকাত বিতির পড়ার উপর বেশি আমল করি এবং হানাফি আলেমদের এটাও বলতে শুনেছি এক রাকাত কোনো নামাজ নেই। হাদিসের রেফারেন্স: বুখারী ৩৭৬৪, বুখারী ৩৭৬৫,আবু দাউদ ১৪২২
আমার দ্বিতীয় প্রশ্ন হলো প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করলে জান্নাতে একটি ঘর লাভের পুরষ্কারের কথা রসুল সা: আমাদের জানিয়েছেন। আর যদি জামাতে নামাজ পড়া যায় তাহলে ২৭ গুণ সওয়াবের কথা বলা হয়েছে। যোহরের সময় মাঝে মধ্যে গোসল সেরে নামাজের জন্য প্রস্তুতি নিতে নিতে পাশের মসজিদে জামাত শুরু হয়ে যায়। এই মত অবস্থায় জামাতে গেলে আমি যোহরের চার রাকাত সুন্নাত মিস করবো। ফলে জান্নাতে ঘর লাভের পুরষ্কারের সওয়াব থেকে বঞ্চিত হবো। আবার জামাত মিস করলে ২৭ গুণ সওয়াব মিস করবো। এই অবস্থায় আমার কোন অপশনটি অধিক অগ্রাধিকার দেওয়া উচিত? জাজাকাল্লাহ খাইরন।