আসসালামু আলাইকুম,
এশার ফরজ সালাতে আমার সাহু সিজদা ওয়াজিব হয়, তখন শেষ রাকাতে শুধু আত্তাহিয়াতু পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদাহ দিতে ভুলে যাই, আত্তাহিয়াতু এর পর দরুদ শরীফ, তারপর দাজ্জালের ফিতনা থেকে বাচার দুয়া পড়ার সময় মনে হয় সাহু সিজদা দিইনি, তখন দাজ্জালের ফিতনা থেকে বাচার দুয়া সম্পূর্ণ শেষ না করেই শুধু ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়েছি, তারপর নামাজ পর্যায়ক্রমে শেষ করেছি, এতে আমার নামাজ হয়েছে কিনা? বা এইভাবে সাহু সিজদা আদায় হয়েছে কিনা?