আমি সালাতে অনেক ওয়াসওয়াসায় ভুগি।আমি জামাতে বেশিরভাগ সময় রুকু,সিজদাহর তাসবীহ ১ বার করে পড়ি।জুমার সালাতে রূকুতে ১বার "সুবহানা...আযীম" পড়ার পর ওয়াসওয়াসা আসে "১ বার পড়লে পাশের লোক কি বলবে"। এই ওয়াসওয়াসায় পরে আমি আরো দুই বার " সুবহানা....আযীম" পড়ে ফেলি।যদিও পাশের লোককে শোনানোর কোন উদ্দেশ্য ছিলনা।ওয়াসওয়াসার কারণে মোট তিনবার তাসবীহ পড়ি।এটি কি রিয়া।এতে কি সালাত বাতিল হয়ে গেছে।এখন কি করব?