১. একজন নারী ও পুরুষকে ঝগড়া করতে দেখে আমার মাথায় এমন একটা কথা চলে এসছিল যা আমি কখনই ভাবতে চাইনি তারপরও মাথায় কথাটি চলে এসেছিল। কথাটি হলোঃ
" আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক হবে "
বা কথাটি হয়তো এমন ছিল
" আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক "
- এখানে অমুক কাজ বলতে থাপ্পর মাড়াকে বুঝিয়েছি।
উক্ত কথাটি আমি নিজে থেকে কখনই ভাবতে চাইনি। আমার কখনই তালাকের নিয়তও ছিল না তখন। কিন্তু তারপরও মাথায় এমন ধরনের বাক্য ভেসে উঠেছে। আমি একজন অবিবাহিত ছেলে। উক্ত কথা মাথায় আসার কারণে কি বিয়ের পর স্ত্রীর উপর তালাক পতিত হতে পারে?
২. উপরের প্রশ্নের কথাটির জন্য আমি ওয়াসওয়াসাই ভুগতেছি, এজন্য নিজেই নিজেকে বোঝাতে চেয়েছি যে,
" আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক হবে " বা " আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক " - এই ধরনের কথা ভাবার দ্বারা তালাক হবে না। এমনটা নিজেকে বোঝাতে চেয়েছি। নিজেকে বোঝানোর জন্য আমি মুখে শব্দ করে হুবুহু এমন করে বলেছি - " ঐটা করলে ঐটা হবে, কখনই না "।
আমি মুখে যখন বলেছি " ঐটা করলে ঐটা হবে ", তখন আমি (আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক হবে, বা আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক) এই কথাটিকে লক্ষ্য করে বলেছি। এবং " ঐটা করলে ঐটা হবে " কথাটি যখন বলেছি তখন তালাকের কোনো নিয়ত ছিল না। শুধু নিজেকে বোঝানোর জন্য বলেছি। আমি যেহেতু (আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক হবে, বা আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক) এই কথাটিকে লক্ষ্য করে " ঐটা করলে ঐটা হবে " এই কথাটি বলেছি, এজন্য কি বিয়ের পর স্ত্রীর উপর তালাক পতিত হবে?
" ঐটা করলে ঐটা হবে " ঠিক এই ভাবেই হুবুহু বলেছি বলে আমার ধারণা। আমি মুখে যে " ঐটা " শব্দটি বলেছি, সেটি মূলত " অমুক কাজ " ও " তালাক " কে লক্ষ্য করে বলা হয়েছে। মুখে বলেছি " ঐটা করলে ঐটা হবে "। কিন্তু মাথায় তখন ছিল " অমুক কাজ করলে তালাক হবে "। অমুক কাজটি হলো থাপ্পর মাড়া। আমি যখন মুখে " ঐটা করলে ঐটা হবে " এই বাক্যটি বলেছিলাম তখন তার শেষে " কখনই না " শব্দটিও বলেছিলাম।
আমার কখনই তালাকের নিয়ত ছিল না। নিজের ওয়াসওয়াসা থেকে রক্ষার জন্য নিজেকে বোঝাতে চাইছিলাম যে আমি যা ভেবেছিলাম অর্থাৎ (আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক হবে, বা আমার স্ত্রী যদি অমুক কাজ করে সে তালাক) এই কথাটি। এটা ভাবার জন্য তালাক হবে না। এটাই নিজেকে বোঝাতে চেয়েছিলাম। উক্ত কথা (ঐটা করলে ঐটা হবে) বলার কারণে কি বিয়ের পর স্ত্রীর উপর তালাক পতিত হবে?
৩. উপরিউক্ত কথাগুলো আমি টাইপ করে লিখেছি। এজন্য আমাকে এগুলো মুখ দিয়ে শব্দ করে পড়তেও হয়েছে। এসব প্রশ্নগুলো লেখার কারণে এবং মুখে পড়ার কারণে কি বিয়ের পর তালাক পতিত হতে পারে?
৪. অনেক সময় কারো মুখ থেকে কোনো ভালো কথা কিংবা কোনো দোয়া শুনে "আমীন" শব্দটি ব্যবহার করা হয় যাতে আল্লাহ সেই কথাটি বা দোয়াটি যেন কবুল করেন এই লক্ষে। আমিও কারোর মুখ থেকে কোনো কথা শুনে "আমীন" শব্দটি একসময় বলেছিলাম। ঠিক তখনই আমার মাথায় তালাক সংশ্লিষ্ট কথা মনে পড়ে। কি মনে পড়েছিল তা সঠিক মনে করতে পারছি না। হয়তো "তালাক" শব্দটি মনে পড়েছিল। আমীন বলার সময় অনিচ্ছাকৃত তালাক সংশ্লিষ্ট কথা মাথায় আসার কারণে কি বিয়ের পর স্ত্রীর উপর তালাক পতিত হতে পারে? কিংবা বিবাহিত অবস্থায় এমন হলে কি তালাক পতিত হতে পারে?
৫. ওয়াসওয়াসার কারণে প্রায়ই আমার বিভিন্ন কাজ করার সময়, কথা বলার সময় তালাক সংশ্লিষ্ট কথা মাথায় চলে আসে। কোনো কথা বলতে গেলে কিংবা কোনো কাজ করতে গেলে তালাক সংশ্লিষ্ট কথা বার্তা মাথায় চলে আসে বা তালাক সংশ্লিষ্ট মনে পড়ে যায়। অনেকসময় এমন হয় যে আমি মুখে বলছি অন্য কথা, কিন্তু তখনো তালাক সংশ্লিষ্ট কথা মাথায় আসাতে মনে হয় যেন তালাক হতে পারে এমন কোনো কথা বা কোনো শর্ত সাপেক্ষ তালাকের কথা আমি বোধহয় মুখে বলে ফেলেছি। কিন্তু কোনো সময়ই আমার তালাকের নিয়ত থাকে না কিংবা তালাক হতে পারে এমন কোনো কথা আমি ইচ্ছাকৃত ভাবে ভাবার থেকে বিরত থাকার চেষ্টা করি। এক্ষেত্রে এসব ভাবার কারণে বা তালাক সংশ্লিষ্ট কথা ভুলবশত মুখে বলে ফেলার কারণে কি বিয়ের পর স্ত্রীর উপরে তালাক পতিত হতে পারে?