আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার প্রশ্নটা একটু বড়। দয়া করে একটু উত্তরটা জানায়েন সম্মানিত শায়েখ।
আমি একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি এবার কলেজে উঠলাম। আমি শুনেছি যে দুনিয়াবী কোন কাজ যদি নেক নিয়তে করা হয় তাহলে তা ইবাদতে পরিণত হয়। তাই আমি নিয়ত করেছি যে, আমি একজন ডাক্তার হব। আর অসহায় মানুষকে সেবা করব পর্দার মাধ্যমে শরীয়ত মোতাবেক। আমি আরো নিয়ত করেছি যে, আমি নিয়মিত আমি একাডেমিক পড়া রেডি করব। আর বাকি সময় শুধু এবাদত করব। কিন্তু পড়তে বসলে আমার মনে সন্দেহ কাজ করে। আমার শুধু মনে হয়, আমি দুনিয়ায় খ্যাতি অর্জন করার জন্য পড়াশুনা করছি। আমি যদি এত পড়াশোনা করি তাহলে তো পরীক্ষায় সব থেকে ভালো মার্ক পাব। ডাক্তার হলে দুনিয়ায় সম্মান পাবো।
আরো একটা বিষয়, মাঝে মাঝে এমন হয় যে আমি কিছু সময় ইবাদত করলাম তারপর আবার পড়তে বসলাম। কিন্তু যখনই ইবাদত করার পর আমি পড়তে বসি তখনই আমার মনে হয় পড়াশোনা করে লাভ কি। বরং,এই সময়ে আমি পড়াশোনা না করে যদি ইবাদত করতাম তাহলেই তো আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জিত হতো। আমি যদি পড়াশোনায় ভালো করার জন্য চিন্তাভাবনা করি তাহলেও আমার এমন মনে হয়।
মাঝে মাঝে এমন হয় যে, একটু পরে আমি পড়তে যাব বা আমার পরীক্ষা আছে, আমার পড়া এখনো পড়া রেডি হয়নি। তখন আমি ভাবি, আগে পড়া রেডি করে নি। তারপরে কুরআন পড়বো, নফল নামাজ পড়বো। কিন্তু তখনই আমার মনে হয় আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। আগে আমার নফল ইবাদতকে প্রাধান্য দেওয়া উচিত তারপর সময় থাকলে পড়াশুনা করব না হলে করবো না। এমন মনে করা ঠিক?? আমার কি করনীয়?? এগুলো কি শয়তানের ওয়াসওয়াসা??